• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পণবন্দিদের মুক্তির দাবিতে ইসরায়েলে সাধারণ ধর্মঘটের ডাক


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ২, ২০২৪, ১২:২৯ পিএম
পণবন্দিদের মুক্তির দাবিতে ইসরায়েলে সাধারণ ধর্মঘটের ডাক

ঢাকা : গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সৈন্যরা হামাসের হাতে আটক থাকা ছয়জন পণবন্দির মৃতদেহ উদ্ধার করার পর দেশটির প্রধান ট্রেড ইউনিয়ন পুরো ইসরায়েল জুড়ে রোববার (১ সেপ্টেম্বর) থেকে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। খবর এএফপির।

রোববার ১০ হাজারেরও বেশি ইসরায়েলি নাগরিক তেল আবিব শহরের রাস্তায় বেরে হয়ে আসে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করতে এবং সরকারকে হামাসের সঙ্গে যতো দ্রুত সম্ভব একটি বন্দিবিনিময় চুক্তিতে পৌঁছানোর দাবি জানাতে। ইসরায়েলের অন্যান্য প্রধান শহরগুলো থেকেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গত শনিবার গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের কাছে মাটির নিচে একটি টানেল থেকে ছয়জন পণবন্দির মৃতদেহ উদ্ধার করা হয়।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে হামাসের যোদ্ধারা যে ২৫১ জন ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে আসে মৃত এই ছয়জন ছিল তাদের মধ্যে। এদের মধ্যে এখনও ৯৭ জন তাদের হাতে আটক অবস্থায় আছে। অবশ্য ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইতোমধ্যে বন্দিদের ৩৩ জন মারা গেছে।

গত বছরের নভেম্বর মাসে এক সপ্তাহের যুদ্ধবিরতির সময় বন্দি বিনিময়ের অংশ হিসেবে বেশ কিছু পণবন্দিকে মুক্ত করে দেওয়া হয়েছিল। তবে বন্দিদের পরিবারগুলো দাবি করছে বাকী পণবন্দিদের মুক্তির ব্যাপারে ইসরায়েল সরকার তেমন উদ্যোগ নিচ্ছে না।

পণবন্দি ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারে সদস্যদের নিয়ে গঠিত ক্যাম্পেইন ফোরাম জানিয়েছে, জিম্মিদের ফিরিয়ে আনতে জরুরি ভিত্তিতে একটি চুক্তিতে পৌঁছানো খুবই প্রয়োজন। তাদের বক্তব্য অনুসারে, চুক্তিতে পৌঁছাতে দেরি হচ্ছে বলেই এই ছয়জনকে প্রাণ দিতে হলো। তাই পণবন্দিদের পরিবারগুলোর পক্ষ থেকে সরকারকে চুক্তিতে পৌঁছাতে চাপ সৃষ্টির জন্য এই সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

এদিকে, পরিবারগুলোর পক্ষ থেকে ধর্মঘটের ডাক দেওয়ার পর ইসরায়েলের প্রভাবশালী হিসটাডরাট ট্রেড ইউনিয়ন আজ সোমবার (২ সেপ্টেম্বর) থেকে দেশজুড়ে সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে।

এমটিআই

Wordbridge School
Link copied!