• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

মহাসড়কে ঘুস আদায়ের অভিযোগে ১১ ট্রাফিক পুলিশ গ্রেপ্তার


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ৭, ২০২৪, ০৫:০৭ পিএম
মহাসড়কে ঘুস আদায়ের অভিযোগে ১১ ট্রাফিক পুলিশ গ্রেপ্তার

ঢাকা: মহাসড়কে ঘুস আদায়ের অভিযোগে ১১ ট্রাফিক পুলিশকে গ্রেপ্তার করেছে দক্ষিণ আফ্রিকার লিম্পোপো পুলিশ। দেশটির পোলোকোয়ানী থেকে মুসিনা পর্যন্ত এন-১ মহাসড়কে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের মাঝে ১০ জন পুরুষ এবং একজন মহিলা রয়েছে। 

শুক্রবার রোড ট্রাফিক ম্যানেজমেন্ট কর্পোরেশন (আরটিএমসি) জানায়, গ্রেপ্তার হওয়া অফিসারদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে ঘুস নেওয়া, চাঁদাবাজি এবং যান চলাচল আইনের লঙ্ঘনকে উপেক্ষা করা। 

আরটিএমসি-এর তদন্ত বিভাগ এই অপারেশনের নেতৃত্ব দিচ্ছে। যা হাইওয়ের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নিচ্ছেন। তারা আরও তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছে। গ্রেপ্তারকৃতদের শীঘ্রই পোলোকওয়ানে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

আইএ

Wordbridge School
Link copied!