• ঢাকা
  • বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

টাইফুন ইয়াগিতে ভিয়েতনামে মৃত্যু বেড়ে ২৪


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ৯, ২০২৪, ১২:৪৫ পিএম
টাইফুন ইয়াগিতে ভিয়েতনামে মৃত্যু বেড়ে ২৪

ঢাকা : ভিয়েতনামের উত্তরাঞ্চলে টাইফুন ইয়াগি ও এর প্রভাবে সৃষ্ট ভূমিধস ও বন্যায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন।

শনি ও রোববারের এসব ঘটনায় আরও ২৯৯ জন আহত হয়েছেন বলে দেশটির সরকার জানিয়েছে।

ইয়াগির প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকায় সোমবার বন্যা আরও বাড়তে পারে বলে কর্তৃপক্ষ সতর্ক করেছে।

চলতি বছরে এশিয়ার সবচেয়ে শক্তিশালী এ টাইফুনটি শনিবার স্থানীয় সময় দুপুরে ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় উপকূল দিয়ে স্থলে উঠে আসে।

রোববার রাতে দেওয়া এক বিবৃতিতে ভিয়েতনাম সরকার জানিয়েছে, ইয়াগির কারণে দেশটির বিভিন্ন অংশে বিদ্যুৎ সরবরাহ ও টেলিযোগাযোগে বিঘ্ন ঘটে।

উত্তরাঞ্চলীয় কোয়াং নিং ও হাইফং অঞ্চলের বেশ কয়েকটি অংশে পূর্ববর্তী ২৪ ঘন্টায় ২০৮ থেকে ৪৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে সোমবার দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় আরও বন্যা ও ভূমিধস হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

এক বিবৃতিতে আবহাওয়া সংস্থা বলেছে, বন্যা ও ভূমিধস পরিবেশের ক্ষতি করছে এবং জনজীবনের জন্য হুমকি সৃষ্টি করছে।

পৃথক এক বুলেটিনে সংস্থাটি বলেছে, উত্তরাঞ্চলের চারটি প্রদেশে বন্যার ঝুঁকি খুব বেশি।

এমটিআই

Wordbridge School
Link copied!