ঢাকা : নাইজেরিয়ায় যাত্রীবাহী লরির সাথে জ্বালানী ট্যাংকারের সংঘর্ষ এবং বিস্ফোরণের কারণে কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছে। দুর্ঘটনাস্থলের পরিস্থিতি নিরূপণে কাজ করছে দেশটির জরুরি সেবাগুলো।
স্থানীয় সময় রোববার (৯ সেপ্টেম্বর) নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের নাইজার রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসি।
নাইজার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, গবাদি পশুসহ যাত্রীবাহী একটি লরির সঙ্গে ওই জ্বালানিভর্তি ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আশপাশে থাকা গাড়িতেও আগুন ধরে যায়।
জরুরি ব্যবস্থা এজেন্সির মুখপাত্র হুসেইনি ইব্রাহিম বলেছেন, দুর্ঘটনায় ৪৮ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থলের পরিস্থিতি নিরূপণে তখনো কাজ চলছিল বলে জানান তিনি।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনায় নিহতদের গণদাফন করা হয়েছে। তবে বিস্ফোরণে কতজন আহত হয়েছেন তা প্রাথমিকভাবে জানা যায়নি।
ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে তোলা ভিডিওতে দেখা যায় দুটি যানবাহন সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া আশেপাশে বেশ কয়েকটি মৃত গবাদি পশু পরে আছে।
ঘটনার পর রয়টার্স নিউজ এজেন্সিকে একজন জরুরি উদ্ধারকর্মী জানান, তারা মৃতদেহ উদ্ধারের কাজ করছেন, পাশাপাশি গাড়ির ভিতরে থাকা মৃত প্রাণীদেরও উদ্ধার করছেন।
নাইজার রাজ্যের গভর্নর মোহাম্মদ বাগো এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি এক শোক জানিয়ে দুর্ভাগ্যজনক ঘটনায় ব্যথিত বলে জানিয়েছেন।
আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ার বেশিরভাগ প্রধান সড়কের বেহাল দশার কারণে মারাত্মক ট্রাক দুর্ঘটনা সাধারণ ঘটনা।
এমটিআই