• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬ পৌষ ১৪৩১

তুরস্কের গণমাধ্যমে মোজো


নিউজ ডেস্ক সেপ্টেম্বর ৯, ২০২৪, ০৪:৩০ পিএম
তুরস্কের গণমাধ্যমে মোজো

ঢাকা: সম্প্রতি তুরস্কের অন্যতম বেস্ট সেলিং পত্রিকা ‘Yeni Şafak’-এ তুলে ধরা হয়েছে ‘Mojo Support Palestine’ ক্যাম্পেইনের কথা। Nisa  Nur Cavusoglu নামে একজন রিপোর্টার তার রিপোর্টে জানান, ‘বাংলাদেশি কোলা ব্র্যান্ড মোজো প্যালেস্টাইনে ডোনেট করেছে।

বিক্রিত প্রত্যেক বোতলের জন্য ১ টাকা ডোনেট করা হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ ক্যাম্পেইন লঞ্চ করা হয় এবং এখন পর্যন্ত ৯ মিলিয়ন তার্কিশ লিরার সমপরিমাণ বাংলাদেশি টাকা ডোনেট করেছে মোজো।’

উল্লেখ্য, বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে মোজো-ই প্রথম প্যালেস্টাইনের সাপোর্টে এগিয়ে আসে এবং ‘Mojo Support Palestine’ নামে ক্যাম্পেইন লঞ্চ করে। মানবতার জন্য করা এ ক্যাম্পেইনটি ফিলিস্তিন, তুরস্ক সহ বিদেশি বিভিন্ন গনমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ‘Mojo Support Palestine’ ক্যাম্পেইনটি এখন চলমান রয়েছে।

আইএ

Wordbridge School
Link copied!