ঢাকা: যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ-এর ছয় কর্মকর্তা নিহত হয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বুধবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাতে এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গুতেরেস বলেন, ‘গাজায় যা হচ্ছে তা পুরোপুরি অগ্রহণযোগ্য। ওই হামলায় যারা মারা গেছে, তাদের মধ্যে ইউএনআরডব্লিউএ-এর ছয় কর্মকর্তা রয়েছেন।’
ইউএনআরডব্লিউএ জানিয়েছে, সংস্থাটির ওপর চালানো হামলাগুলোর মধ্যে এটাই এককভাবে সবচেয়ে বেশি কর্মীর মৃত্যুর ঘটনা। এক্সে আলাদা এক পোস্টে সংস্থাটি জানায়, যুদ্ধ শুরুর পর এই নিয়ে পাঁচবার স্কুলটিতে হামলা চালানো হলো। এখানে বাড়িঘর হারানো প্রায় এক হাজার ২০০ লোক আশ্রয় নিয়েছে, যাদের বেশিরভাগই শিশু ও নারী।
এর আগে গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর) ইসরায়েলি সেনাবাহিনী ও গাজার বেসামরিক প্রতিরক্ষা এজেন্সি জানিয়েছিল, নুসেইরাত এলাকার আল-জাওনি স্কুলে হামলা চালানো হয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ইসরায়েলি বোমাবর্ষণে ১৮ জন নিহত হয়েছে।
এসআই