• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

আদালতের ভেতরে বিচারককে গুলি করে হত্যা


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ২০, ২০২৪, ০৯:০৩ এএম
আদালতের ভেতরে বিচারককে গুলি করে হত্যা

ঢাকা: যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে লেচার কান্ট্রি কোর্টহাউসে বিচারককে একাধিক গুলি করে হত্যার ঘটনায় এক শেরিফকে গ্রেপ্তার করা হয়েছে। ওই বিচারকের নাম কেভিন মুলিনস। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই শেরিফের নাম শাওন স্টিনেস (৪৩)। কেন্টাকি রাজ্য পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

পুলিশ জানিয়েছে, বিচারকের সঙ্গে আদালতের মধ্যেই বৃহস্পতিবার তর্কাতর্কির এক পর্যায়ে তাকে গুলি করা হয়। তবে এর পেছনে কী কারণে রয়েছে তাৎক্ষণিকভাবে তা খুঁজে পায়নি পুলিশ। 

রাজ্যের অ্যাটর্নি জেনারেল রাসেল কোলেম্যান এক্স পোস্টে জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত করা হবে এবং সঠিক বিচার করা হবে। 

কেন্টাকির রাজ্য সরকার বিচারক নিহতের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বলেন, ‘পৃথিবীতে এটি অধিকতর নিন্দনীয় ঘটনা। আমি প্রার্থনা করি আগামী দিনগুলো ভালো হোক।’

কেন্টাকি রাজ্য পুলিশের মুখপাত্র ম্যাট গেহার্ট ওয়াশিংটন পোস্টকে বলেন, বিচারককে গুলি করার সময় আদালতে প্রায় ৫০ জন কর্মী ছিলেন। এ ঘটনায় আর কেউ আহত হয়নি। ঘটনার পরই ওই স্থানে থাকা একটি স্কুল বন্ধ করে দেওয়া হয়।

আইএ

Wordbridge School
Link copied!