• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

ইসরায়েলে মশাবাহিত রোগে ৭০ জনের মৃত্যু, আক্রান্ত ৯১৩


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ২১, ২০২৪, ০৯:৪২ এএম
ইসরায়েলে মশাবাহিত রোগে ৭০ জনের মৃত্যু, আক্রান্ত ৯১৩

ঢাকা : ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে শুক্রবার (২০ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়, গত জুন মাসে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর দেশটিতে এ পর্যন্ত ৯১৩ জন ভাইরাসে আক্রান্ত হয়েছে।  

সংক্রমিত মশার মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে ওয়েস্ট নাইল ভাইরাস। তবে আক্রান্ত ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে এই ভাইরাস ছড়ায় না। এমনকি ভাইরাসে আক্রান্ত প্রায় ৮০ শতাংশ লোকের কোনো লক্ষণও প্রকাশ পায় না। যদিও সংক্রমিতদের মধ্যে প্রায় ২০ শতাংশ জ্বর, মাথা ব্যথা এবং শরীরের ব্যথাসহ বিভিন্ন উপসর্গ অনুভব করতে পারে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সংক্রমিতদের মধ্যে ১ শতাংশেরও কম মানুষ সম্ভাব্য বিরল জটিলতা, যেমন মস্তিষ্কের তীব্র প্রদাহ বা মেনিনজাইটিসে আক্রান্ত হতে পারে। তবে বয়স্ক ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত হলে মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে।

এমটিআই

Wordbridge School
Link copied!