ঢাকা : আগাম সাধারণ নির্বাচনের লক্ষ্যে শ্রীলঙ্কায় সংসদ ভেঙে দিয়েছেন দেশটির সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে সংসদ ভেঙে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) একটি সরকারি গেজেটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্স।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ নভেম্বর দেশটিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রায় এক বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ভেঙে দেওয়া ২২৫ সদস্যের সংসদে অনূঢ়া কুমারার নির্বাচনী জোট ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) মাত্র তিনটি আসন ছিল। সাধারণ নির্বাচনের মাধ্যমে নিজ নীতির পক্ষে এক নতুন সমর্থন আদায় করতে চান তিনি।
এদিকে প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা প্রধানমন্ত্রী হিসেবে গতকাল মঙ্গলবার তাঁর মিত্র হরিনি আমারাসুরিয়াকে বাছাই করেছেন। শ্রীলঙ্কার ইতিহাসে তিনিই হলেন তৃতীয় কোনো নারী প্রধানমন্ত্রী।
শ্রীলঙ্কায় শেষবারের মত সাধারণ নির্বাচন ২০২০ সালের আগস্টে অনুষ্ঠিত হয়েছিল। দেশটিতে নির্বাচিত সরকার পাঁচ বছরের মেয়াদের জন্য নির্বাচিত হন। ২০২২ সালে অর্থনৈতিক সংকট ও ব্যাপক বিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগ করে পালানোর পর এটিই ছিল দেশে অনুষ্ঠিত প্রথম নির্বাচন।
এরপর থেকেই অনূঢ়া কুমারা দিশানায়েকে তাঁর দুর্নীতিবিরোধী ও দারিদ্র্য বিমোচন–সহায়ক নীতিতে দেশটির জনগণের ক্রমবর্ধমান সমর্থন আদায় করতে সক্ষম হন। এরই ধারাবাহিকতায় শনিবারের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয় তাঁর জোট।
এমটিআই