ঢাকা : ১১ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে বর্বর আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর অব্যাহত হামলা ও অভিযানে ইতিমধ্যে উপত্যকাটিতে নিহত হয়েছেন ৪১ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি।
ইসরায়েলি হামলায় বিপুল সংখ্যক নিহতদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এই নিহতদের মধ্যে শিশুর সংখ্যাই প্রায় ১৭ হাজার। এমন তথ্যই জানিয়েছে গাজার স্থানীয় কর্তৃপক্ষ।
রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু।
গাজার সরকারি মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল-থাওয়াবতা বলেন, "গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ১৭১ নবজাতকসহ অন্তত ১৬ হাজার ৮৫৯ শিশু নিহত হয়েছে।
তিনি বলেন, ‘ইসরায়েলের আগ্রাসনের কারণে গাজায় বর্তমানে প্রায় ২৫ হাজার ৯৭৩ ফিলিস্তিনি শিশু বাবা-মা কিংবা যেকোন একজনকে ছাড়া বসবাস করছে।‘
জাতিসংঘের শিশু সংস্থা (ইউনিসেফ) বারবার সতর্ক করেছে যে অব্যাহত ইসরায়েলি হামলার কারণে দীর্ঘ দিনের এই যুদ্ধে গাজার শিশুরা অকল্পনীয় ভয়াবহতা সহ্য করছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাবের সত্ত্বেও ইসরায়েল গাজা উপত্যকায় নৃশংস আক্রমণ ও গণহত্যা চলমান রেখেছে।
গাজা ভূখণ্ডতে ইসরায়েলি হামলার কারণে এই অঞ্চলের প্রায় সমস্ত জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া দীর্ঘ দিনের অবরোধের কারণে উপত্যকাটিতে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে।
এমটিআই