• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ইরানের পর এবার ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ-হুতির হামলা


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ২, ২০২৪, ০২:০৫ পিএম
ইরানের পর এবার ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ-হুতির হামলা

ঢাকা : মঙ্গলবার রাতে ইসরায়েলের বিমান ঘাঁটি ও গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে এই ক্ষেপণাস্ত্র হামলাই শেষ হামলা বলে জানিয়েছে দেশটি। বুধবার তেহরান জানিয়েছে, আর কোনো উসকানি না আসলে ইসরায়েলের ওপর হামলা চালানো হবে না।

তবে ইরানের আকস্মিক হামলার পর বুধবার (২ অক্টোবর) ভোরে ইসরায়েল লক্ষ্য করে সিরিজ হামলা চালিয়েছে লেবাননি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। খবর বিবিসি।

গোষ্ঠীটি জানায়, তারা আজ সকালে ইসরায়েলের বিরুদ্ধে পর পর কয়েকটি হামলা চালিয়েছে। এর মধ্যে একটি ছিল ইসরায়েলি সামরিক ব্যারাকে রকেট হামলা।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, স্থানীয় সময় সকাল ৭টা ১৫ মিনিট থেকে ৭টা ২০ মিনিটের মধ্যে শুৎলা ও মাসকাফ আম সেটেলমেন্টে এবং শোমেরা ব্যারাকে ইসরাইলি সেনাদের একটি জমায়েতে তিনটি মিসাইল হামলা চালানো হয়।

হিজবুল্লাহর দাবি, তারা যত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এর বেশ কয়েকটি সরাসরি ও নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হেনেছে।

তবে এসব হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

এদিকে হিজবুল্লাহর পাশাপাশি ইসরায়েলে হামলা চালিয়েছে ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতি। তারা জানিয়েছে যে, তিন ডানা বিশিষ্ট কুদস-৫ রকেট দিয়ে ইসরায়েলের গভীরে সামরিক ঘাটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা।

এ হামলায় তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইয়েমেনের এই গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের অব্যাহত সমর্থন এই দুই দেশের স্বার্থকেও "আগুনের নিচে" ফেলেছে।

অন্যদিকে নতুন করে ইসরায়েল কোনো উসকানি না দিলে ইরান আর হামলা করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তিনি বলেছেন, আমাদের কর্মসূচি আপাতত শেষ। তবে ইসরায়েল যদি আবারও প্রতিশোধ নিয়ে যায়, তাহলে আমরা উপযুক্ত প্রতিক্রিয়া জানাবো, যা হবে আরও শক্তিশালী।

এমটিআই

Wordbridge School
Link copied!