• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬ পৌষ ১৪৩১

‘ইসরায়েল টিকবে না’ ৫ বছরের মধ্যে প্রথম জনসমক্ষে খামেনি


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ৪, ২০২৪, ০৭:৪৯ পিএম
‘ইসরায়েল টিকবে না’ ৫ বছরের মধ্যে প্রথম জনসমক্ষে খামেনি

ঢাকা : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েল বেশি দিন টিকবে না। দীর্ঘ পাঁচ বছর পর শুক্রবার (৪ অক্টোবর) জনসম্মুখে খুতবা দেওয়ার সময় ফিলিস্তিন এবং লেবাননের আন্দোলনকে সমর্থন করে তিনি এ কথা বলেন।

এনডিটিভি জানিয়েছে, ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার তিন দিন পর খামেনি জনসম্মুখে এলেন। সাম্প্রতিক পরিস্থিতিতে ইসরায়েলের হুমকি সত্বেও খামেনির জনসম্মুখে আসা ‘সাহসী পদক্ষেপ’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।


তেহরানের একটি মসজিদে হাজার হাজার সমর্থকদের উদ্দেশে  খামেনি ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা ‘উচিত জবাব’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ইসরায়েল হামাস বা হিজবুল্লাহর বিরুদ্ধে বিজয়ী হবে না।

তিনি বলেন, ‘জায়নবাদী সত্তা মাটি থেকে উপড়ে ফেলা হবে। এটির কোনো শিকড় নেই। এটি শুধুমাত্র মার্কিন সমর্থনের কারণে টিকে আছে।’

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি পাঁচ বছর আগে সর্বশেষ জুমার খুতবা দিয়েছিলেন। তিনি তার বক্তৃতায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরাল্লাহরও প্রশংসা করেন। তিনি বলেন, ‘লেবানন ও ফিলিস্তিনি জনগণকে সাহায্য করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব ও কর্তব্য।’ 

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত বৈঠকমালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত বৈঠক
ইরানের সর্বোচ্চ নেতা ইসরায়েলে ৭ অক্টোবর হামাসের হামলাকে সঠিক পদক্ষেপ বলে অভিহিত করেন। ইরান হামাস এবং হিজবুল্লাহ উভয়কেই সমর্থন করে, যারা ইসরায়েলের দক্ষিণ ও উত্তর ফ্রন্টে লড়াই করছে।

এমটিআই

Wordbridge School
Link copied!