• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
বিধানসভা নির্বাচন

জম্মু-কাশ্মীরে এগিয়ে কংগ্রেস-এনসি জোট, হরিয়ানায় বিজেপি


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ৮, ২০২৪, ০২:৫৮ পিএম
জম্মু-কাশ্মীরে এগিয়ে কংগ্রেস-এনসি জোট, হরিয়ানায় বিজেপি

ঢাকা : সদ্য সমাপ্ত হরিয়ানা ও জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে আজ মঙ্গলবার। ইতিমধ্যে সকাল থেকে শুরু হয়েছে ভোট গণনা। প্রাথমিক ফলাফলে দুই অঞ্চলেই কংগ্রেস এগিয়ে থাকলেও বেলা বৃদ্ধির সাথে সাথে হরিয়ানায় বিজেপি কংগ্রেসকে পেছনে ফেলতে শুরু করেছে।

দুই রাজ্যেই এবার ক্ষমতাসীন বিজেপির জন্যে বড় পরীক্ষা। হরিয়ানায় টানা ১০ বছর ক্ষমতায় ছিল বিজেপি। তবে কৃষক আন্দোলন এবং কুস্তিগিরদের আন্দোলনের জেরে সেখানে অস্বস্তিতে শাসকদল। এদিকে জম্মু ও কাশ্মীরে এবারে বিধানসভা ভোট হয়েছে দীর্ঘ এক দশক পর।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, জম্মু-কাশ্মীরে এ পর্যন্ত ৪৭টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস-এনসি জোট। এর মধ্যে এনসি এগিয়ে ৩৯টি আসনে আর কংগ্রেস এগিয়ে ৯টি আসনে। ক্রমশ আসন বৃদ্ধি পাচ্ছে এই জোটের।

অন্যদিকে বেশি পিছিয়ে নেই বিজেপিও। ক্ষমতাসীন দলটি এগিয়ে রয়েছে ২৫টি আসনে।  

এই অঞ্চলের গান্ডেরবাল এবং বদগাম, দু’টি আসনেই এগিয়ে রয়েছেন এনসি নেতা ও জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। শ্রীগুফওয়াড়া-বিজবেহড়া আসনে পিছিয়ে পিডিপি নেত্রী ও মেহবুবা মুফতির কন্যা ইলতিজা মুফতি।

জম্মু ও কাশ্মীরে তিনটি দফায় বিধানসভা নির্বাচন হয়েছে গত ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তিনটি দফায় জম্মু ও কাশ্মীরে মোট ৬৩ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে। বিভিন্ন সমীক্ষা বলছে, জম্মু ও কাশ্মীরে একক বৃহত্তম দল হতে পারে ন্যাশনাল কনফারেন্স।

কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের ৫ বছর পর প্রথম বিধানসভা ভোট হল সেখানে। ২০১৯ সালের অগস্টে অধ্যাদেশ জারি করে কেন্দ্র কাশ্মীরের অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহার করা হয়, ফলে রাজ্যের তকমা হারায় কাশ্মীর। সাবেক জম্মু ও কাশ্মীর রাজ্য ভেঙে হয় দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এবং জম্মু ও কাশ্মীর।নির্বাচনের পর নতুন সরকার তৈরি হলে জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপালের ভূমিকা কী হবে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রাজ্য মন্ত্রিসভার স্বাধীনতা কতটা থাকবে, তা এখনও স্পষ্ট নয়।

হরিয়ানা : ভোটগণনা শুরুর পর থেকে প্রথমে পিছিয়ে ছিল বিজেপি। প্রায় ৬০টি আসনে এগিয়ে গিয়েছিল কংগ্রেস। কিন্তু বেলা গড়াতেই পরিস্থিতি বদলাতে শুরু করে। টাইমস অব ইন্ডিয়ার সর্বশেষ তথ্য অনুযায়ী, হরিয়ানায় বিজেপি এগিয়ে ৪৮টি আসনে। কংগ্রেস এগিয়ে রয়েছে ৩৬টি আসনে।

গণনাপর্বের প্রাথমিক পর্যায়ে এগিয়ে থাকলেও বর্তমানে পিছিয়ে পড়েছেন কংগ্রেসের কুস্তিগীর প্রার্থী বিনেশ ফোগাট। সর্বশেষ তথ্য অনু‌যায়ী, এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন যোগেশ বৈরাগী।

কড়া নিরাপত্তার মধ্যে হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরে আজ সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গণনা।

এমটিআই

Wordbridge School
Link copied!