Menu
ফাইল ছবি
ঢাকা: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৮৭ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৮ অক্টোবর) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ে বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৫৬ জন নিহত এবং আরও ২৭৮ জন আহত হয়েছেন। এখনও ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকা পড়ে আছেন, যোগাযোগে ব্যবস্থা মারাত্বক খারাপ হওয়ায় তাদেরকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না।
এদিকে, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৪১ হাজার ৯৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আরও অন্তত ৯৭ হাজার ৫৯০ জন ব্যক্তিও আহত হয়েছেন। এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি।
এসআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT