• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আকাশে পাইলটের মৃত্যু, যা ঘটল টার্কিশ এয়ারলাইন্সে 


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ১০, ২০২৪, ০৯:১৮ পিএম
আকাশে পাইলটের মৃত্যু, যা ঘটল টার্কিশ এয়ারলাইন্সে 

ঢাকা: আকাশেই ককপিটে মারা যান উড়োজাহাজের পাইলট। পরে উড়োজাহাজটিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জরুরি অবতরণ করান কো-পাইলট। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় বুধবার (৯ অক্টোবর) সকাল ৬টার কিছু আগে।  

টার্কিশ এয়ারলাইন্সের এয়ারবাস এ-৩৫০ উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের সমুদ্রবন্দর সিয়াটেল থেকে তুরস্কের ইস্তাম্বুলে যাওয়ার সময় এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে স্কাই নিউজ।

এয়ারলাইন্সের মুখপাত্র ইয়াহিয়া উসতুন জানিয়েছেন, উড়োজাহাজটি আকাশে ওঠার কিছু সময় পর পাইলট ইলচেহিন পেহলিভান হঠাৎ অজ্ঞান হয়ে যান। উড়োজাহাজে তার জরুরি চিকিৎসা করা হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি। পরে মাঝ আকাশে এটি হঠাৎ করে দক্ষিণ দিকে মোড় নেয় এবং জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পাইলটের মরদেহ বিমানবন্দরে নামানোর পর যাত্রীদের অন্য বিমানে করে ইস্তাম্বুলের উদ্দেশে পাঠানো হয় বলে জানান তিনি।

এদিকে ওই পাইলটের হঠাৎ মৃত্যুর কারণ জানায়নি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। কারণ, রিপোর্টে স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা ধরা পড়েনি।  

আইএ

Wordbridge School
Link copied!