• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণ, নিহত ৯০


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ১৬, ২০২৪, ০৩:৪৩ পিএম
নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণ, নিহত ৯০

ঢাকা:

নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণে কমপক্ষে ৯০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৫০ জন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। খবর আল জাজিরা।

পুলিশের মুখপাত্র লওয়ান অ্যাডাম বুধবার বলেছেন, মধ্যরাতে একটি বিশ্ববিদ্যালয়ের কাছে একটি হাইওয়েতে ভ্রমণ করার সময় ট্যাঙ্কার চালক গাড়ির নিয়ন্ত্রণ হারানোর পরে জিগাওয়া রাজ্যে তাউরাতে ট্যাঙ্কারটি উল্টে যায়। এসময় কয়েক ডজন লোক জ্বালানি সংগ্রহ করতে গাড়িতে ছুটে আসে।

অ্যাডাম বলেন, ‘বাসিকরা উল্টে যাওয়া ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহ করছিলেন যখন বিস্ফোরণ ঘটে, তখন একটি বিশাল অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে যা ঘটনাস্থলে ৯৪ জনের মৃত্যু হয়।’

অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে লওয়ান আদামু বলেন, ‌‌‌‌‌‌‍‌‌‘বাসিকরা উল্টে যাওয়া ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহ করছিলেন যখন বিস্ফোরণটি ঘটে, তখন একটি বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যা ঘটনাস্থলেই ৯৪ জনের মৃত্যু হয়।’

এসএস

Wordbridge School
Link copied!