ঢাকা: ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় এলাকায় সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্য চিস্তান এবং বেলুচিস্তানে শনিবার সন্ত্রাসী হামলায় ১০ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। রাজ্য পুলিশ তাসনিম নিউজকে জানিয়েছে, ইসলামিক রিপালিক অব ইরানের (এফএআরএজেএ) ল এনফোর্সমেন্ট কমান্ডের একটি পেট্রোল ইউনিট গোহারকন অঞ্চলে আসার পরই শনিবার বিকালে হামলার শিকার হয়।
সন্ত্রাসী গোষ্ঠী পেট্রোল বাহিনীর ওপর এলোপাতাড়ি গুলি চালালে ১০ জন পুলিশ নিহতের ঘটনা ঘটে। তবে এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কানদার মোমেনি বলেছেন, সন্ত্রাসী হামলার সম্পর্কে বিস্তারিত জানাতে পুলিশ কমান্ডার এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।
এর আগে গত বছরের ডিসেম্বরে ইরানের সন্ত্রাসী গোষ্ঠী কুখ্যাত জইশ আল-আদল চিস্তান এবং বেলুচিস্তানের রাস্ক শহরে পুলিশের পর হামলা চালায়। এতে ১১ পুলিশ সদস্য নিহত হয়।
এসএস