• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রে আগাম ভোটের রেকর্ড, কমলাকে আগাম ভোট দিলেন বাইডেন


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ২৯, ২০২৪, ০৩:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে আগাম ভোটের রেকর্ড, কমলাকে আগাম ভোট দিলেন বাইডেন

ঢাকা : আরও এক সপ্তাহ বাকি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের। আগামী ৫ নভেম্বর দেশজুড়ে অনুষ্ঠিত হবে দেশটির জাতীয় নির্বাচন। তবে তার আগেই আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে দেশটিতে।

ইতিমধ্যে ৪০টির মতো অঙ্গরাজ্যে আগাম ভোট গ্রহণ চলছে। এবার রেকর্ড পরিমাণ মানুষ আগাম ভোট দিয়েছেন দেশটিতে। এরইমধ্যে ৩ কোটি ২০ লাখ মানুষ এ সুযোগ গ্রহণ করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়াসহ কয়েকটি অঙ্গরাজ্যে গত সপ্তাহে আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম দিনেই এসব অঙ্গরাজ্যে রেকর্ডসংখ্যক ভোট পড়তে দেখা যায়। আগাম ভোট যারা দিয়েছেন, তাদের কেউ কেউ সশরীরে গিয়ে ভোট দিয়েছেন, আবার কেউ ব্যালটে ভোট দিয়ে তা ডাকযোগে পাঠিয়েছেন।

এদিকে নির্বাচনের এক সপ্তাহ বাকি থাকলেও গতকাল সোমবার (২৮ অক্টোবর) ডেলাওয়ারে আগাম ভোট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেলাওয়ারে একটি ভোটকেন্দ্রে তিনি নিজ দলের প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দিয়েছেন।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

বাইডেন বলেছেন, কমলা ও আমি মিলে আমাদের আরও অনেক কাজ করার আছে। ভোট দেওয়ার পর বাইডেনকে জিজ্ঞেস করা হয় কমলা জিতবেন কিনা? এর জবাবে বাইডেন বলেছেন, আমি মনে করি আমরা জিতব।

যুক্তরাষ্ট্রে আগাম ভোট ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ল্যাবের তথ্য অনুযায়ী, ২০২০ সালের নির্বাচনে প্রতি সাতজন ভোটারের একজন আগাম ভোট দিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের প্রতিটিতে নিজস্ব ভোটিং পদ্ধতি রয়েছে। পোস্টের মাধ্যমে বা সশরীর গিয়ে আগাম ভোট, নির্বাচনের দিন ভোট বা এ তিনটি উপায়ে সমন্বিত ভোট সব ধরনের পদ্ধতিই রয়েছে অঙ্গরাজ্যগুলোয়। যুক্তরাষ্ট্রের অনেক পরিবারের যত দ্রুত সম্ভব ভোট দিয়ে ফেলা পারিবারিক ঐতিহ্য বলেও বিবেচিত হয়।

এমটিআই

Wordbridge School
Link copied!