• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

স্পেনে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা দেড়শ ছাড়ালো


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ১, ২০২৪, ১১:৪১ এএম
স্পেনে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা দেড়শ ছাড়ালো

ঢাকা: স্পেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ ভ্যালেন্সিয়ায় আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা দেড়শ ছাড়িয়েছে। টানা ভারী বৃষ্টির জেরে বুধবার (৩০ অক্টোবর) প্রদেশটির বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেয়, যেটিকে কয়েক প্রজন্মের মধ্যে দেশটিতে সবচেয়ে ভয়াবহ বন্যা বলে আখ্যা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের কারণে এখনো দেশটির কিছু অংশে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।

ভ্যালেন্সিয়ার প্রাদেশিক সরকার জানিয়েছে, জীবিতদের সন্ধানে এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ড্রোন ব্যবহার করে জীবিতদের অবস্থান শনাক্তের চেষ্টা করছেন তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ এ বন্যায় অন্তত ১৫৮ জন মারা গেছেন। উদ্ধারকারীরা এখনো জীবিতদের খুঁজে বের করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার ১২০০ জনেরও বেশি কর্মী ড্রোনের সাহায্যে উদ্ধার অভিযান চালিয়েছেন।

বিবিসি বলছে, স্পেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ ভ্যালেন্সিয়ায় কমপক্ষে ১৫৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এছাড়া প্রদেশের পশ্চিমে অবস্থিত কাস্টিলা-লা মাঞ্চায় আরও দুজনের ও আন্দালুসিয়ায় একজন ব্রিটিশ নাগরিকের মৃত্যু হয়েছে।

নদীর পানিতে তলিয়ে যাওয়ার পর ভ্যালেন্সিয়ার পাইপোর্টা শহরে এখন পর্যন্ত কমপক্ষে ৪০ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। মূলত আকস্মিক এই বন্যার ফলে পানিতে অনেক গাড়ি ভেসে যায়, গ্রামের রাস্তাঘাট নদীতে পরিণত হয়। সেই সঙ্গে দেশটির অনেক রেললাইন ও মহাসড়কও ভেসে গেছে।

স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে বলেছেন, এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আটকে পড়াদের যত দ্রুত সম্ভব জীবিত উদ্ধার করা।

এআর

Wordbridge School
Link copied!