• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

বিমান থেকে নামতে গিয়ে পা ভাঙলেন পাকিস্তানের প্রেসিডেন্ট


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ১, ২০২৪, ০৩:১৩ পিএম
বিমান থেকে নামতে গিয়ে পা ভাঙলেন পাকিস্তানের প্রেসিডেন্ট

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই বিমানবন্দরে গুরুতর আহত হয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। মূলত বিমান থেকে নামতে গিয়ে তিনি পড়ে যান এবং এতে তার পায়ের হাড় ভেঙে গেছে।

তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। পাকিস্তানের এই প্রেসিডেন্টকে চার সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে বলা হয়েছে। গত বুধবার (৩০ অক্টোবর) দুবাই বিমানবন্দরে এই ঘটনা ঘটে।

শুক্রবার (১ নভেম্বর) এক প্রতিদেনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে দুবাই বিমানবন্দরে পৌঁছানোর পর বিমান থেকে নামার সময় পড়ে গিয়ে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির পায়ের হাড় ভেঙে গেছে। প্রেসিডেন্ট হাউসের মুখপাত্র জানিয়েছেন, ওই ঘটনার পর প্রেসিডেন্ট জারদারিকে অবিলম্বে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষার পর পায়ে প্লাস্টার কাস্ট প্রয়োগ করেন।

আইএ

Wordbridge School
Link copied!