• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

৯৫ ইসরাইলি সেনাকে হত্যার দাবি হিজবুল্লাহর


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ১, ২০২৪, ০৯:৩১ পিএম
৯৫ ইসরাইলি সেনাকে হত্যার দাবি হিজবুল্লাহর

ঢাকা: লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননে গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সংঘর্ষে প্রায় ৯৫ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় ৯০০ জন। শুক্রবার (১ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হিজবুল্লাহ।

নিহতদের মধ্যে ইসরাইলি সেনাবাহিনীর সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তা— উভয়েই রয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ।

লেবানিজ গোষ্ঠীটির মিডিয়া সূত্র জানিয়েছে, অক্টোবর মাসে দক্ষিণ লেবাননের যুদ্ধে হিজবুল্লাহ প্রায় ৪০টি ইসরাইলি মেরকাভা ট্যাংক ধ্বংস করেছে। 

এছাড়া এই সময়ের মধ্যে ইসরাইলি বাহিনীর প্রায় ৫০টি সামরিক ট্যাংক ও যানবাহন এবং পাঁচটি ড্রোন—যার মধ্যে তিনটি হার্মেস ৪৫০ এবং দুটি হার্মেস ৯০০—ধ্বংস করা হয়েছে।

এদিকে হিজবুল্লাহ ৩১ অক্টোবর এক ঘোষণায় জানিয়েছে, তারা ইসরাইলি সীমান্ত এলাকায় এবং দখলকৃত ফিলিস্তিনের অভ্যন্তরে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণ অভিযান চালিয়েছে।

ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় আক্রমণ চালানোর প্রেক্ষিতে, হিজবুল্লাহও প্রতিরোধমূলক এই পালটা আক্রমণ চালানো শুরু করে।

এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি আগ্রাসনের ফলে লেবাননে এ পর্যন্ত ২,৮৬৭ জনের বেশি নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে ১৩ হাজারেরও বেশি। 

সূত্র: ইরনা

আইএ

Wordbridge School
Link copied!