ঢাকা : স্পেনে ভয়াবহ বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২০৫ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে ভ্যালেন্সিয়াতেই ২০২ জনের মৃত্যু হয়েছে। অন্য দু’টি অঞ্চলে মারা গেছে আরও তিনজন। এছাড়াও বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।
শুক্রবার (১ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্টিগ্রেটেড অপারেশনাল কো-অর্ডিনেশন সেন্টার (সিইসিওপি) জানায়, ভ্যালেন্সিয়াজুড়ে এ পর্যন্ত ২০২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এই সংখ্যা আরও বাড়তে পারে। এ ছাড়া, কাস্টিলা লা মাঞ্চা অঞ্চলে দুজন এবং আন্দালুসিয়ায় আরও একজন মারা যাওয়ার খবর রয়েছে।
এক্সে দেওয়া পোস্টে মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভুক্তভোগীদের তথ্য সংগ্রহ ও শনাক্ত করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
এছাড়া বন্যায় কাস্টিলা লা মাঞ্চা অঞ্চলে দুজন এবং আন্দালুসিয়ায় আরও একজন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে বন্যায় মোট ২০৫ জনের প্রাণহানির কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রাকৃতিক দুর্যোগটিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ভ্যালেন্সিয়া অঞ্চলে। ভয়ঙ্কর জলোচ্ছ্বাসে এলাকাজুড়ে হয়েছে বিপুল ক্ষয়ক্ষতি। গাড়িগুলো ভেঙে পড়েছে পরস্পরের ওপর।
উপড়ে গেছে গাছপালা, ভেঙেছে বিদ্যুতের লাইন। মাটিতে আটকে পড়েছে ঘরের বিভিন্ন সামগ্রী। এরইমধ্যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন বাসিন্দারা।
এমটিআই