• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ইরানকে হুঁশিয়ার করতে মধ্যপ্রাচ্যে আরও সেনা ও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র


ইরানকে হুঁশিয়ার করতে মধ্যপ্রাচ্যে আরও সেনা ও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র নভেম্বর ২, ২০২৪, ১০:৪৩ এএম
ইরানকে হুঁশিয়ার করতে মধ্যপ্রাচ্যে আরও সেনা ও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ঢাকা: ইরানকে হুঁশিয়ার করতে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা ও অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সামরিক অস্ত্রের মধ্যে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার বি-৫২ বোমারু যুদ্ধবিমান। এসব অস্ত্র মোতায়েন ইরানকে সতর্ক করার অংশ।

পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার এক বিবৃতিতে বলেছেন, ইরান, তার মিত্রদেশ অথবা ইরানের বদলে অন্য কোনো দেশ যদি মার্কিন সেনা বা এই অঞ্চলকে হামলার লক্ষ্যবস্তু করে, তাহলে যুক্তরাষ্ট্র নিজেদের জনগণকে সুরক্ষিত করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

যুক্তরাষ্ট্রের আগের প্রতিরক্ষাব্যবস্থার ওপর ভিত্তি করেই মধ্যপ্রাচ্যে এই অতিরিক্ত সামরিক অস্ত্র মোতায়েন করা হয়েছে। গত মাসে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী থাড দেয় যুক্তরাষ্ট্র।

রাইডার আরও বলেছেন, আগামী মাসগুলোয় নতুন বাহিনী এসে পৌঁছানো শুরু করবে। গত ২৬ অক্টোবর ইসরায়েল ইরানে হামলা চালায়। এ বছর এপ্রিল ও অক্টোবর মাসে ইরান ইসরায়েলে দুটি বড় ধরনের হামলা চালিয়েছে। পর্যবেক্ষকেরা সতর্কতা জারি করে বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে।

এআর

Wordbridge School
Link copied!