ঢাকা : জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিনিয়ত পরিবেশের নানা পরিবর্তন ও নানা রূপ দেখা যায়। এবার জলবায়ু পরিবর্তনের আরেকটি রূপ দেখা গেলো জাপানের মাউন্ট ফুজি পর্বতে। ১৩০ বছরের মধ্যে এবারই প্রথম পর্বতটির চূড়া বছরের এই সময় পর্যন্ত তুষারশূন্য দেখা গেছে।
অর্থাৎ অক্টোবর শেষ হয়ে গেলেও ফুজির চূড়ায় কোনো বরফ জমতে দেখা যায়নি। যদিও প্রতিবছরই সাধারণত অক্টোবর মাসের শুরুর দিকে বরফ জমতে শুরু করে। এ অবস্থায় জাপানিদের সবচেয়ে প্রিয় এই পর্বতটি জলবায়ু সংকটের মুখে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর সিএনএন।
জাপানের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, মাউন্ট ফুজির চূড়ায় বরফ জমতে (স্নোক্যাপ) শুরু করার স্বাভাবিক সময় ধরা হয় সাধারণত ২ অক্টোবর। গত বছর ফুজিতে প্রথম তুষারপাত দেখা গিয়েছিল ৫ অক্টোবরে।
সাধারণত অক্টোবরের মধ্যেই পুরো পর্বত তুষারে ঢেকে যায়। কিন্তু গত ৩০ অক্টোবর পর্যন্ত সেখানে কোনো তুষার দেখা যায়নি।
কোফু অফিসের আবহাওয়া কর্মকর্তা শিনিচি ইয়ানাগি সিএনএনকে বলেন, ‘এ বছর গ্রীষ্মকাল থেকে জাপানে উচ্চ তাপমাত্রা অব্যাহত থাকায় এবং বৃষ্টিপাতের কারণে তুষারপাত হয়নি।’
দেশটির আবহাওয়া সংস্থা সেপ্টেম্বরে জানিয়েছে যে, ১৮৯৮ সালে পরিসংখ্যান শুরু হওয়ার পর থেকে জাপানে এই বছর সবচেয়ে উষ্ণ গ্রীষ্মকাল রেকর্ড করা হয়েছে।
গবেষণা সংস্থা ক্লাইমেট সেন্ট্রালের তথ্যমতে, অক্টোবরের প্রথম সপ্তাহেও জাপানের অন্তত ৭৪টি শহরের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস (৮৬ ডিগ্রি ফারেনহাইট) বা তার বেশি রেকর্ড করা হয়েছে, যা দেশটিতে অস্বাভাবিকভাবে উষ্ণ ধরা হচ্ছে।
এর আগে ১৯৫৫ সালে দেরিতে তুষারপাত হয়েছিল এই পর্বতে। সে বছর ২৯ অক্টোবর তুষারপাত হয় ফুজিতে।
টোকিওর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ফুজি পর্বতের উচ্চতা ৩ হাজার ৭৭৬ মিটার। এই পর্বতের আগ্নেয়গিরিতে সর্বশেষ ৩০০ বছরেরও বেশি সময় আগে অগ্ন্যুৎপাত হয়েছিল।
গত বছর জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ২২ হাজারের বেশি মানুষ ফুজির পর্বতশিখরে আরোহণ করেছেন।
এমটিআই