• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

উত্তরাখণ্ডে সড়ক ছেড়ে খাদে যাত্রীবাহী বাস, নিহত ৩৬


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ৪, ২০২৪, ০২:৩৪ পিএম
উত্তরাখণ্ডে সড়ক ছেড়ে খাদে যাত্রীবাহী বাস, নিহত ৩৬

ঢাকা: ভারতের উত্তরাখণ্ড রাজ্যের আলমোড়া জেলায় যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। তাদেরকে আকাশপথে হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয় সময় সোমবার (৪ নভেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে ভারতের উত্তরাখণ্ডের পৌরি-আলমোরা সীমান্তে গাড়ওয়াল মোটরসের বাসটি দুর্ঘটনায় পড়ে। খবর এনডিটিভি, দ্য হিন্দুস্তান টাইমস।

এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, গাড়ওয়াল থেকে কুমায়ন যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকালে বাসটিতে কমপক্ষে ৪৫ জন যাত্রী ছিলেন। রামনগরের কুপির কাছে বাসটি প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়।  দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার কাজ চলছে এবং আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। 

এ পর্যন্ত ৩৬ জন নিহতের খবর পাওয়া গেছে, যাদের সবাই ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা। পুলিশ এবং এসডিআরএফ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং উদ্ধার কাজ চালাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা বাস থেকে যাত্রীদের উদ্ধার করার জন্য এগিয়ে যান। ওই অংশে নদী গভীর না হওয়ায় অনেকে নদী পেরিয়ে বাসের কাছে যান। 

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি বলেছেন, জেলা প্রশাসনকে উদ্ধার অভিযান জোরদার করতে বলা হয়েছে।  সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি বলেন, ‘আলমোড়া জেলার মার্চুলায় ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক বাস দুর্ঘটনায় যাত্রীদের হতাহত হওয়ার খুব দুঃখজনক সংবাদ পেয়েছি। জেলা প্রশাসনকে দ্রুত ত্রাণ ও উদ্ধার অভিযান পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে।’ 

পোস্টে তিনি আরও বলেন, ‘স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলগুলো আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য দ্রুত কাজ করছে। প্রয়োজনে গুরুতর আহত যাত্রীদের এয়ারলিফট করার নির্দেশও দেওয়া হয়েছে।’ 

এনডিটিভি জানিয়েছে, ওই এলাকার আরটিও কর্মকর্তাদেরকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি এবং আহত প্রত্যেকের জন্য এক লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। দুর্ঘটনার ম্যাজিস্ট্রিয়াল তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।

এসএস

Wordbridge School
Link copied!