• ঢাকা
  • মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১১ চৈত্র ১৪৩০
প্রথম দফার ফল

বুথফেরত জরিপে কে কতটা এগিয়ে?


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ৬, ২০২৪, ০৮:৪৬ এএম
বুথফেরত জরিপে কে কতটা এগিয়ে?

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বুথফেরত জরিপের প্রথম দফার ফল পাওয়া গেছে। নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আটটি রাজ্যে জয়লাভ করেছেন। আর ডেমোক্র্যাট কমলা হ্যারিস তিনটি রাজ্য এবং ওয়াশিংটন, ডি.সিতে জয়ী হয়েছে। এমনটাই ইডিসন রিসার্চ অনুমান করেছে। তবে এই নির্বাচনের ফলাফল এখনো অনিশ্চিত রয়ে গেছে, কারণ গুরুত্বপূর্ণ স্যুইং স্টেটগুলোতে ফল ঘোষণা হতে ঘণ্টা বা কয়েকদিনও লেগে যেতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সাত গুরুত্বপূর্ণ রাজ্য-জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া, অ্যারিজোনা, মিশিগান, নেভাদা এবং উইসকনসিন। নির্বাচন দিনের আগে মতামত জরিপে দেখা গেছে, প্রতিটি রাজ্যে প্রার্থীরা প্রায় সমানে সমান অবস্থানে ছিলেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ৮টা থেকে রাত ১২ টার মধ্যেই ২৫টি রাজ্যে ভোটগ্রহণ বন্ধ হয়েছে। কেন্টাকি, ইন্ডিয়ানা, ওয়েস্ট ভার্জিনিয়া, আলাবামা, ফ্লোরিডা, ওকলাহোমা, মিসৌরি এবং টেনেসিতে জয় পেয়ে ৯০টি ইলেক্টোরাল ভোট অর্জন করেছেন ট্রাম্প। অন্যদিকে হ্যারিস ভারমন্ট, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস এবং ওয়াশিংটন, ডি.সি. থেকে ২৭টি ইলেক্টোরাল ভোট অর্জন করেছেন। প্রেসিডেন্ট হতে একজন প্রার্থীর ২৭০টি ইলেক্টোরাল ভোট প্রয়োজন।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এখন পর্যন্ত ১৫৪ ইলেক্টোরাল কলেজ ভোটে এগিয়ে রয়েছেন ট্রাম্প। আর কমলা এগিয়ে রয়েছেন ৩০ টিতে। প্রেসিডেন্ট হতে একজন প্রার্থীর ২৭০টি ইলেক্টোরাল ভোট প্রয়োজন।

এখন পর্যন্ত ট্রাম্পের ঝুলিতে পড়েছে ২ কোটি ৬৩ লাখ বা ৫২ শতাংশ পপুলার বা জনপ্রিয় ভোট। আর হ্যারিসের ঝুলিতে পড়েছে ২ কোটি ৩০ লাখ বা ৪৬ শতাংশ পপুলার ভোট। এমনকি কংগ্রেস-সিনেট ও প্রতিনিধি পরিষদ দুটিতেই এগিয়ে রয়েছেন ট্রাম্প।

এম

Wordbridge School
Link copied!