• ঢাকা
  • বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

ইলেক্টোরাল ভোটে বড় ব্যবধানে এগিয়ে ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ৬, ২০২৪, ০৯:৩১ এএম
ইলেক্টোরাল ভোটে বড় ব্যবধানে এগিয়ে ট্রাম্প

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কেন্টাকি, ওয়েস্ট ভার্জিনিয়া, ইন্ডিয়ানা, আলাবামা, ফ্লোরিডা, মিজৌরি, ওকলাহোমা ও টেনেসি অঙ্গরাজ্যে জিততে পারবেন বলে বুথফেরত জরিপে ধারণা করা হচ্ছে। আর পূর্বাভাস অনুযায়ী ডেমোক্র্যাট প্রার্থী পেতে যাচ্ছেন ভারমন্ট, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া, মেরিল্যান্ড ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এখন পর্যন্ত ট্রাম্পের ঝুলিতে ১৭৮টি ইলেক্টোরাল ভোট যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে কমলা হ্যারিস সবমিলিয়ে পেতে পারেন ৯১টি।

পপুলার ভোটে এখন পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ৫২ দশমিক ৫ শতাংশ। আর হ্যারিস ৪৬ দশমিক ২ শতাংশ।

এম

Wordbridge School
Link copied!