• ঢাকা
  • বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
ইলেকটোরাল ভোট

ট্রাম্প ২৩০, হ্যারিস ২১০


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ৬, ২০২৪, ১০:৩২ এএম
ট্রাম্প ২৩০, হ্যারিস ২১০

ঢাকা: মার্কিন নির্বাচনের ভোট গ্রহণ শেষে গণনায় এখন পর্যন্ত ২৩০টি ইলেক্টোরাল কলেজে এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ২১০টিতে এগিয়ে রয়েছেন। মার্কিন বার্তাসংস্থা এপি প্রকাশিত বেসরকারি ফলাফলে এই তথ্য পাওয়া গেছে। 

এপির ভোটগণনা অনুযায়ী, কেন্টাকি, ওয়েস্ট ভার্জিনিয়া, ইন্ডিয়ানা, আলাবামা, ফ্লোরিডা, মিজৌরি, ওকলাহোমা ও টেনেসি অঙ্গরাজ্যে ট্রাম্প জয় পাচ্ছেন বলে পূর্বাভাস পাওয়া গেছে। ইন্ডিয়ানায় ইলেক্টোরাল ভোটের সংখ্যা ১১। ওয়েস্ট ভার্জিনিয়ায় ৪টি। কেন্টাকিতে ৮, আলাবামায় ৯, ফ্লোরিডায় ৩০, মিজৌরিতে ১০, ওকলাহোমায় ৭ ও টেনেসিতে ১১টি ইলেকটোরাল ভোট রয়েছে।

অন্যদিকে, ভারমন্ট, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া, মেরিল্যান্ড ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে জয় পাচ্ছেন হ্যারিস। ভারমন্ট ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় ৩টি করে, মেরিল্যান্ডে ১০ ও ম্যাসাচুসেটসে ১১টি ইলেক্টোরাল ভোট রয়েছে। 

নির্বাচনের জয়–পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে দোদুল্যমান ৭টি অঙ্গরাজ্য। সেগুলো কোনও দলের সুনির্দিষ্ট ঘাঁটি নয়। এসব অঙ্গরাজ্য হলো—নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন, অ্যারিজোনা ও নেভাদা। সেখানে হ্যারিস ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস রয়েছে।

এখন পর্যন্ত নর্থ ক্যারোলাইনার ৯২ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। সেখানে ৫০ দশমিক ৮ শতাংশ পেয়ে এগিয়ে আছেন ট্রাম্প। আর কমলা হ্যারিস পেয়েছেন ৪৮ শতাংশ ভোট। ফলে, এপি’র গণনা অনুযায়ী, নর্থ ক্যারোলাইনার ১৬টি ইলেক্টোরাল ভোট পেতে যাচ্ছেন ট্রাম্প।

বাকি ছয় সুইং স্টেটের বিষয়ে এখনও গণনা শেষ হয়নি।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এর মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন হয় অন্তত ২৭০টি ভোট।

এম

Wordbridge School
Link copied!