• ঢাকা
  • বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

১৩২ বছরের ইতিহাসের পুনরাবৃত্তি করলেন ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ৬, ২০২৪, ০৩:৩৭ পিএম
১৩২ বছরের ইতিহাসের পুনরাবৃত্তি করলেন ট্রাম্প

ঢাকা: ২০২০ সালে হেরেও হার মানতে অস্বীকার করেছিলেন। তবে সেখান থেকে ফিরে এসে ফের একবার হোয়াইট হাউজ দখল করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে এভাবে শুধুমাত্র এক একজন মার্কিন প্রেসিডেন্টই নির্বাচনে হেরে যাওয়ার ৪ বছর পরে ফের হোয়াইট হাউজের বাসিন্দা হয়েছিলেন। 

গত নির্বাচনে হারার পরও ফের প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন ক্ষেপাটে ট্রাম্প। সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমনটা দেখা যায়নি। শেষবারের মতো রিচার্ড নিক্সন এমনটা করেছিলেন। তবে লাগাতার তিনটি নির্বাচনে লড়াই করে প্রথম এবং তৃতীয় দফায় জেতা দ্বিতীয় ব্যক্তি হলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে এই কীর্তি শেষ এবং শুধু মাত্র একবার হয়েছিল ১৮৯২ সালে।  

১৮৯২ সালের মার্কিন নির্বাচনে গ্রোভার ক্লিভল্যান্ড জয়ী হয়েছিলেন। এই ডেমোক্র্যাট ১৮৮৫ থেকে ১১৮৯ মার্কিন যুক্তরাষ্ট্রের ২২তম প্রেসিডেন্ট ছিলেন। এরপর ১৮৮৮ সালে অনুষ্ঠিত ভোটে তিনি হেরে গিয়েছিলেন। তবে ১৮৯২ সালে ফের তিনি নির্বাচনে জিতে যুক্তরাষ্ট্রে ২৪তম প্রেসিডেন্ট হয়েছিলেন। আর প্রায় এক শতকেরও বেশি সময় পর ট্রাম্পও সেই কীর্তি করে দেখালেন।  

২০১৬ সালে সারাদেশের প্রাপ্ত ভোটের নিরিখে হিলারি ক্লিনটনের থেকে ৩০ লাখে পিছিয়ে ছিলেন ট্রাম্প। তবে তাতেও তিনি জয়ী হয়েছিলেন ইলেক্টোরাল কলেজে। এই আবহে হোয়াইট হাউজে ঢোকার টিকিট পেয়েছিলেন তিনি। তবে ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে হারতে হয় তাকে। যদিও ২০২৪ সালে ফের ঘুরে দাঁড়ালেন ট্রাম্প।  

উল্লেখ্য, রাজনীতিতে পা রাখার আগে ডোনাল্ড ট্রাম্প ছিলেন এক ব্যবসায়ী। তবে এরই সঙ্গে টিভির পর্দাতেও তাকে দেখা যেত নানান অনুষ্ঠানে। এছাড়াও নানা বিতর্কও তার সঙ্গী হয়েছে বিগত দিনে। ২০১৬ সালে পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে ঘুস দেওয়ার মামলায় মোট ৩৪টি অভিযোগের সবকটিতেই দোষী সাব্যস্ত হন ট্রাম্প। এই আবহে ট্রাম্পই প্রথম ‘সাবেক প্রেসিডেন্ট’, যিনি কি না ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হন। তবে এবার তিনি আবারও প্রেসিডেন্টের গদিতে বসতে চলেছেন।  

প্রসঙ্গত, প্রথম মার্কিন সাবেক প্রেসিডেন্ট হিসেবে কোনো ফৌজদারি মামলার বিচারে হাজির হয়ে লজ্জার ইতিহাস গড়েছিলেন ট্রাম্প। আর সেই মামলায় দোষী সাব্যস্ত হয়েও ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিলেন এই রিপাবলিকান। আর এবার একটি নির্বাচনে হারের পর ফের ঘুরে দাঁড়িয়ে ১৩২ বছর পুরোনো ইতিহাস ছুঁলেন ট্রাম্প।

আইএ

Wordbridge School
Link copied!