• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অর্থমন্ত্রীকে বরখাস্তের পর ভেঙে গেল জার্মানির জোট সরকার 


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ৭, ২০২৪, ১২:০১ পিএম
অর্থমন্ত্রীকে বরখাস্তের পর ভেঙে গেল জার্মানির জোট সরকার 

ঢাকা: জার্মানির অর্থমন্ত্রী লিন্ডনারকে বরখাস্ত করেছেন জার্মান চ্যান্সেলর শলৎস। লিন্ডনার দেশটির বর্তমান জোট সরকারের অন্যতম সঙ্গী ফ্রি ডেমোক্রেটিক পার্টির (এফডিপি) সদস্য।

তার বরখাস্তের জবাবে এফডিপি সরকার থেকে তাদের সমর্থন উঠিয়ে নিয়েছে এবং সব মন্ত্রীকে পদত্যাগ করতে বলেছে।

এফডিপি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর গ্রিন পার্টিকে নিয়ে সংখ্যালঘু সরকার চালাবেন শলৎস। জোট সরকার ভেঙে যাওয়াতে আগামী ১৫ জানুয়ারিতে দেশটিতে আস্থাভোটের আয়োজন হতে যাচ্ছে। মার্চে নির্বাচন হতে সাধারণ পারে।

শলৎস সাংবাদিক সম্মেলনে যখন অর্থমন্ত্রীকে বরখাস্ত করার কথা ঘোষণা করছিলেন, তখন তাকে খুবই আত্মবিশ্বাসী ও দৃঢ়প্রতিজ্ঞ লাগছিল। তিনি এফডিপি নেতা লিন্ডনারের তীব্র সমালোচনা করে বলেন, তিনি খুবই ক্ষুদ্র রাজনৈতিক নীতি নিয়ে চলছিলেন। অর্থমন্ত্রী আমাদের কোনো প্রস্তাব রূপায়ণ করতে রাজি ছিলেন না। আমি দেশকে ক্ষতির হাত থেকে বাঁচাতে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি।

শলৎস জানিয়েছেন, ২০২৫ সালের বাজেটে এক হাজার কোটি ইউরোর ঘাটতির মোকাবিলা করার জন্য একটা পরিকল্পনা অর্থমন্ত্রীকে দিয়েছিলেন। এই পরিকল্পনা নিয়ে মতবিরোধের জেরেই জোটে ভাঙন ধরলো।

শলৎস জানিয়েছেন, তিনি গ্রিন পার্টির সঙ্গে মিলে সংখ্যালঘু সরকার চালাবেন। 

বিরোধী অতি-ডানপন্থি এএফডি জানিয়েছে, তারা শলৎসের জোট সরকারে ভাঙনকে স্বাগত জানাচ্ছে। অনেক আগেই এটা হওয়া উচিত ছিল। এই জোট দেশকে আর্থিক সংকটের দিকে ঠেলে দিয়েছে। বর্তমান সংকট থেকে দেশকে বের করে আনার জন্য নতুন রাজনৈতিক উদ্যোগ দরকার।

সূত্র-খবর ডয়চে ভেলে

আইএ

Wordbridge School
Link copied!