• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন কিনা, জানালেন পুতিন


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ৮, ২০২৪, ০৫:০৯ পিএম
ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন কিনা, জানালেন পুতিন

ঢাকা : যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাশিয়ার সোচি শহরে এক অনুষ্ঠানে ট্রাম্পের জয়ের পর তাকে নিয়ে প্রকাশ্যে কথা বললেন পুতিন। 

গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর হামলা হয়। এতে তিনি আহত হন। ওই ঘটনার প্রসঙ্গ টেনে ট্রাম্পের প্রশংসা করে তাকে ‘সত্যিকারের পুরুষ’ বলে অভিহিত করেন রুশ প্রেসিডেন্ট।

পুতিন বলেন, ‘আমার মতে, তিনি অত্যন্ত সঠিক উপায়ে, সাহসের সঙ্গে একজন সত্যিকারের পুরুষের মতো আচরণ করেছিলেন। এই সুযোগে আমি তাকে নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানাই।’

৭২ বছর বয়সী পুতিন বলেন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরায় স্থাপন, ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের যে আগ্রহ সেটা আমার মতে তাৎপর্যপূর্ণ।

উল্লেখ্য, বিশ্বে যেসব যুদ্ধ চলছে, তা বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার নির্বাচনে জয়লাভের পর ফ্লোরিডায় দেওয়া এক ভাষণে এই প্রতিশ্রুতি দেন তিনি।

এমটিআই

Wordbridge School
Link copied!