• ঢাকা
  • শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

ট্রাম্পের জয় নিয়ে যা বললেন বাইডেন


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ৮, ২০২৪, ০৬:১৫ পিএম
ট্রাম্পের জয় নিয়ে যা বললেন বাইডেন

ঢাকা : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বাইডেন বলেন, ‘শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক বিজয়ের দুদিন পর গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বাইডেন বলেন, ‘শুধুমাত্র বিজয়ী হয়েই দেশকে ভালবাসা যায় তা নয়, পরাজিত হয়েও দেশকে ভালোবাসতে হবে। আর মার্কিনরা তা পারে।’

নির্বাচনে ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে পরাজয় মেনে নিয়েছেন উল্লেখ করে, ‘জনগণের ইচ্ছা সবসময়ই জয়ী হয়। যেমনটি আমি অনেকবার বলেছি, আপনি যখন জিতবেন শুধু তখনই দেশকে ভালোবাসবেন তা হয় না। শুধু একমত হলেই আপনি আপনার প্রতিবেশীকে ভালোবাসবেন- তাও হয় না।’

তিনি বলেন, ‘আমরা এই লড়াইয়ে হেরে গেছি। বিপর্যয় অনিবার্য, কিন্তু হাল ছেড়ে দেওয়া ক্ষমার অযোগ্য। আমরা ঠিক হয়ে যাচ্ছি, তবে আমাদের ব্যস্ত থাকতে হবে। আমাদের এগিয়ে যেতে হবে। আর সর্বোপরি আমাদের বিশ্বাস ধরে রাখতে হবে।’

এমটিআই

Wordbridge School
Link copied!