ঢাকা : ভয়াবহ রূপ নিয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী এবং বৃহত্তম শহর লাহোরের বায়ু দূষণ। দূষিত ঘন বায়ুতে ঢেকে গিয়েছে পুরো শহর, এমনকি পাঞ্জাব প্রদেশ। এরই মধ্যে বায়ু দূষণজনিত অসুস্থতায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে প্রায় ৯০০ জন। চিকিৎসা নিতে হয়েছে হাজার হাজার মানুষকে।
বিষাক্ত ঘন ধোঁয়াশা বায়ু পাকিস্তানের পাঞ্জাব প্রদেশকে ঢেকে ফেলেছে। সেখানে বায়ু দূষণের ভয়াবহতা এতই যে, মহাকাশ থেকেও দেখা যাচ্ছে লাহোর তথা পাঞ্জাবের বিষাক্ত ধোঁয়া।
নাসা ওয়ার্ল্ড ভিউ থেকে স্যাটেলাইট চিত্র পর্যবেক্ষণের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
সিএনএন জানায়, গত সপ্তাহের শেষে নাসা ওয়ার্ল্ড ভিউয়ের স্যাটেলাইট ইমেজে পাকিস্তানের লাহোর এবং মুলতান শহরের চিত্রতে দেখা যায় যে, ঘন অন্ধকার কুয়াশায় ঢেকে রয়েছে শহরের রাস্তা এবং ভবনগুলো।
দক্ষিণ এশিয়ার এই দেশটির প্রধান শহরগুলো প্রতি বছর বায়ু দূষণে আক্রান্ত হলেও লাহোরের কর্মকর্তারা চলতি বছরের ভয়াবহ এই দূষণকে নজিরবিহীন বলে চিহ্নিত করেছেন। আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার বায়ুর মান সূচকে লাহোরের স্কোর ১২০০ এর উপড়ে ছিল, যা এযাবৎ পর্যন্ত নজিরবিহীন। আজ মঙ্গলবার শহরটির সবশেষ স্কোর ছিল ৭১০।
বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়।
লাহোরের বায়ুদূষণ পরিস্থিতি এতটাই চরম হয়েছে যে, রাস্তায় বের হলে চোখে জ্বালাপোড়া ও গলা জ্বলছে। দরজা–জানালা দিয়ে প্রবেশ করা বিষাক্ত কণার ক্ষতির পরিমাণ কমাতে বাড়িতে খুব কম লোকই এয়ার পিউরিফায়ার ব্যবহার করতে সক্ষম হচ্ছেন।
দূষণ থেকে শিশুদের সুরক্ষা দিতে লাহোরের পাশাপাশি পাঞ্জাব প্রদেশের আরও কয়েকটি শহরে সব স্কুল বন্ধ রাখা হয়েছে। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে বার্তাসংস্থা এপির তথ্যমতে, পাকিস্তানের হাসপাতাল এবং ক্লিনিকগুলো দূষিত বায়ু প্রভাবে আক্রান্ত রোগীদের দ্বারা সয়লাব। পাঞ্জাবের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বিষাক্ত ধোঁয়া-আক্রান্ত জেলাগুলিতে শ্বাসকষ্টজনিত অসুস্থতার জন্য এ পর্যন্ত ৩০ হাজারেরও বেশি মানুষকে চিকিৎসা করা হয়েছে।
এছাড়া আক্রান্ত জেলাগুলোতে বড় থেকে শিশুরা হাঁপানি, হৃদরোগ, ফুসফুসের রোগসহ অন্যান্য শ্বাসযন্ত্রের অসুস্থতায় ভুগছেন, বিশেষ করে বেশি ভুগতে হচ্ছে শিশুদের।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সতর্ক করেছে যে, দূষিত এলাকাগুলোতে ৫ বছরের কম বয়সী ১১ মিলিয়নেরও বেশি শিশু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ।
বায়ুর মান সূচকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। সূচকে ৩০০ স্কোর ছাড়িয়ে গেলে একে ‘বিপজ্জনক’ বলা হয়। তাই লাহোরের বায়ুর মানের স্কোর নজিরবিহীন বলে মনে করা হচ্ছে।
এমটিআই