ঢাকা : দিল্লিগামী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ঝাড়খণ্ডে আটকা পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যান্ত্রিক ত্রুটির সমাধান না হওয়া পর্যন্ত এবং ভারতীয় বিমানবাহিনীর বিমানকে নয়াদিল্লি থেকে দেওঘরে না পাঠানো পর্যন্ত বিমানবন্দরেই আছেন মোদি। ফলে তার রাজধানী নয়াদিল্লিতে ফিরতে বিলম্ব হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ঝাড়খণ্ডের আদিবাসী নেতা বীরসা মুন্ডার জন্মবার্ষিকী এবং আগামী ২০ নভেম্বর রাজ্যের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ উপলক্ষে নরেন্দ্র মোদি দুটি জনসভায় অংশ নেন। পরে শুক্রবার বিকালে রাজধানী দিল্লিতে ফেরার পথে দেওঘর বিমানবন্দরে অবস্থান করা তাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
এরপরই একটি বিশেষজ্ঞ দল বিমানটি পরীক্ষা করে দেখছে। জোরদার করা হয়েছে বিমানবন্দরের নিরাপত্তা।
সূত্রের খবর, যখন ত্রুটি ধরা পড়ে প্রধানমন্ত্রী মোদি বিমানেই ছিলেন এবং দেওঘরে বিমানটি থামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিমানবাহিনীর বিমান আসার আগে ত্রুটি সংশোধনের চেষ্টাও করা হচ্ছে বলে জানা গেছে।
এদিকে জনসভায় প্রধানমন্ত্রী মোদি কংগ্রেস ও রাহুল গান্ধীকে আক্রমণ করে বক্তব্য দেন। কংগ্রেসের বিপজ্জনক উদ্দেশ্য রয়েছে উল্লেখ করে মোদি বলেন, কংগ্রেসের ‘শেহজাদা (রাহুল) তফসিলি জাতি, উপজাতি ও ওবিসিদের সংরক্ষণ বাতিলের ষড়যন্ত্র করছে। যুবরাজের বাবা সংরক্ষণকে দাসত্ব, বন্ডেড লেবার বলে ঘোষণা করলেও পরে নির্বাচনে পরাজিত হন। তার বাবা রিজার্ভেশন সরাতে বিজ্ঞাপন দিয়েছিলেন... আমরা এই ধরনের ষড়যন্ত্র ব্যর্থ করব।’
এমটিআই