• ঢাকা
  • শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর চেকপোস্ট ঘেরাও করে হামলা, নিহত ৭


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ১৬, ২০২৪, ০৮:৩৯ পিএম
পাকিস্তানে আধাসামরিক বাহিনীর চেকপোস্ট ঘেরাও করে হামলা, নিহত ৭

ছবি: রয়টার্স

ঢাকা: পাকিস্তানের একটি আধাসামরিক বাহিনীর চেকপোস্টে সন্ত্রাসীরা হামলা চালিয়ে সাত সৈন্যকে হত্যা করেছে। শনিবার (১৬ নভেম্বর) ভোরে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই হামলার ঘটনা ঘটে। বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের সাম্প্রতিক একাধিক আক্রমণের মধ্যে সবশেষ আজ এই হামলা ঘটনা ঘটল। খবর রয়টার্স।

পুলিশ কর্মকর্তা হাবিব-উর-রহমানের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিট্রিশ সংবাদমাধ্যমটি জানায়, কোয়েটা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে বেলুচিস্তান প্রদেশের পাহাড়ি কালাত জেলায় ভোরবেলা এই হামলা হয়। কয়েক ঘণ্টা ধরে এই হামলা চলতে থাকে। হামলায় আহত আরও ১৮ জন আধাসামরিক সৈন্যকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই হামলার নিন্দা জানিয়েছেন।

এদিকে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) রয়টার্সের এক প্রতিবেদককে পাঠানো একটি ইমেইলে দাবি করেছে, তাদের যোদ্ধারা এই চেকপয়েন্টে হামলা চালিয়েছে।

সম্প্রতি এই গোষ্ঠী তাদের কার্যক্রম বাড়িয়েছে। গত সপ্তাহে তারা একটি আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে। ওই হামলাটিছুটিতে বাড়ি ফেরার জন্য ট্রেনে ওঠার আগে পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে চালানো হয়। ওই হামলায় ২৭ জন নিহত হয়। তাদের মধ্যে ১৯ জন সৈন্য ছিলেন।

এর আগে গত মাসে দক্ষিণ করাচি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে চালানো একটি আত্মঘাতী বোমা হামলার দায়ও স্বীকার করেছে গোষ্ঠীটি। সেখানে দুজন চীনা প্রকৌশলী নিহত হন।

বেলুচিস্তান প্রদেশে কয়েক দশক ধরে একটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছে বিএলএ এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো। এই অঞ্চলটি আফগানিস্তান ও ইরান সীমান্তে অবস্থিত এবং সেখানে চীনের নির্মিত গ্বাদার বন্দর রয়েছে। এটি চীন-পাকিস্তান ইকোনমিক করিডোর (সিপিইসি)-এর একটি অংশ। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় ৬৫ বিলিয়ন ডলারের একটি বিনিয়োগ প্রকল্প। এই প্রকল্পের লক্ষ্য হলো সড়ক, রেল ও সমুদ্রপথে চীনের বৈশ্বিক প্রভাব বিস্তার করা। সূত্র: রয়টার্স।

এসএস

Wordbridge School
Link copied!