ঢাকা : পশ্চিমবঙ্গের উত্তর ব্যারাকপুর পৌরসভার তৃণমূল কাউন্সিলরের মৃত্যুর ঘটনা নয়া মোড় নিয়েছে। সামনে আসছে ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ।
শনিবার (১৬ নভেম্বর) আনন্দমঠ এলাকায় ভাড়া বাড়ির ছাদ থেকে উদ্ধার করা হয় তৃণমূল কাউন্সিলর তথা উত্তর ব্যারাকপুর পৌরসভার উপ পৌরপ্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ। আত্মহত্যা হলেও এর পেছনে কোনো প্ররোচনা ছিল কি না খতিয়ে দেখছে নোয়াপাড়া থানার পুলিশ। জানা গেছে, একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে।
এলাকার একাংশের দাবি, একটি ফেক ভিডিও বানিয়ে পুরসভার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়কে নানা ভাবে হুমকি দেওয়া হত। এ ঘটনায় একজন নারী যুক্ত থাকার অভিযোগ উঠছে। এলাকার লোকজনের বক্তব্য, সুইসাইড নোটে সমস্ত কিছু লেখা রয়েছে।
উত্তর ব্যারাকপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন সত্যজিৎ। ৬৬ বছর বয়সী এই কাউন্সিলর দীর্ঘ দিনের জনপ্রতিনিধি। তার বাড়িতে কাজ চলছে। তাই পাড়াতেই বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন। শনিবার সেই ভাড়া বাড়ির ছাদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। এলাকার লোকজনের অভিযোগ, গত কয়েক মাসে ব্ল্যাকমেল করে তার থেকে বহু টাকা হাতিয়েছে অভিযুক্তরা।
জানা গেছে, এক দম্পতির নাম লেখা রয়েছে ওই সুইসাইড নোটে। ঘটনার পর তারা এলাকা ছাড়া বলেও দাবি স্থানীয়দের। তবে কী নিয়ে এই ব্ল্যাকমেল তা স্পষ্ট করেননি স্থানীয় বাসিন্দারা। ব্যারাকপুর কমিশনারেটের ডিসি (নর্থ) গণেশ বিশ্বাস জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হচ্ছে।
এমটিআই