ঢাকা : শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে হরিনি আমারাসুরিয়াকে পুনরায় নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট অনূঢ়া কুমার দিশানায়েকে।
সোমবার (১৮ নভেম্বর) তাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেয়া হয়।
শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনে ২২৯ আসনের মধ্যে ১৫৯টি আসন পেয়েছে অনূঢ়ার বামপন্থী জোট।
সোমবার (১৮ নভেম্বর) শপথগ্রহণ অনুষ্ঠানে নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করেন অনূঢ়া কুমার দিশানায়েকে। সেখানেই আমারাসুরিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নিয়োগ দেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রবীণ রাজনীতিক বিজিথা হেরাথকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে নতুন কোনো অর্থমন্ত্রীর নাম ঘোষণা করেননি দিশানায়েকে। খবর রয়টার্স ও আল জাজিরা।
এ বিষয়ে তিনি বলেন, সেপ্টেম্বরে প্রেসিডেন্ট পদে জয়ের পর তিনি নিজে যেভাবে অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব পরিচালনা করেছেন সেভাবেই পরিচালনা করবেন।
গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে দিশানায়েকে জয়ী হওয়ার মধ্য দিয়ে শ্রীলঙ্কার রাজনীতিতে বছরের পর বছরে ধরে চলা পারিবারিক আধিপত্যের অবসান হয়েছে। সে সময় জয়ের পর দিশানায়েকে প্রধানমন্ত্রী পদে আমারাসুরিয়াকে নির্বাচিত করেন এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন হেরাথকে। নতুন সরকারে তিনি তাদেরকেই পুনর্নিয়োগ দিলেন।
সেপ্টেম্বরে দিশানায়েকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশটির পার্লামেন্টে তার নির্বাচনী জোট এনপিপির আসন ছিল মাত্র তিনটি। আর তাই পার্লামেন্টে নিজ জোটের আসনসংখ্যা বাড়াতে তিনি আগাম নির্বাচন দেন। গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত আগাম নির্বাচনে তাঁর জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
এমটিআই