• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

গুগল ম্যাপ দেখে চলতে গিয়ে গাড়ি পড়ল নদীতে, নিহত ৩


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ২৫, ২০২৪, ০১:৫৬ পিএম
গুগল ম্যাপ দেখে চলতে গিয়ে গাড়ি পড়ল নদীতে, নিহত ৩

ঢাকা : রাস্তা অজানা থাকলে সাধারণত গুগল ম্যাপের সাহায্য নেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক ঠিকানায় পৌঁছে দেয় এই অ্যাপের নির্দেশনা। তবে এবার সেই ম্যাপে দেখানো পথে যেতেই বেঁধেছে বিপত্তি। নির্মাণাধীন সেতু থেকে ৫০ ফুট নিচে পড়ে গেছে গাড়ি।

গত শনিবার ভারতের উত্তর প্রদেশের বরেলীর রামগঙ্গা নদীতে এ দুর্ঘটনা ঘটে। শুষ্ক মৌসুম হওয়ায় নদীতে পানি ছিল না। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ যুবকের মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, বরেলী থেকে বদায়ুঁ জেলার ডাটাগঞ্জে যাচ্ছিলেন তিন যুবক। জিপিএস দেখে খালপুর-ডাটাগঞ্জ সড়ক ধরেছিলেন তারা। পথে ছিল ওই সেতু। সেতুর ভাঙা অংশে ধাক্কা খেয়ে গাড়িটি নদীতে পড়ে যায়। গতকাল সকালে গাড়িসহ নিহতদের সেখানে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন।

চলতি বছর বন্যার সময় সেতুর সামনের অংশ ভেঙে নদীতে তলিয়ে গিয়েছিল। শুষ্ক মৌসুমে আবারও সেতুর নির্মাণ শুরু হয়। যদিও জিপিএসে তা আপডেট করা ছিল না। সে কারণে সেতুটি যে সুরক্ষিত নয়, তা বুঝতে পারেননি চালক। সরাসরি নদীর শুষ্ক তলদেশে পড়ে যায় গাড়িটি।

প্রসঙ্গত, সেতুতে গাড়ি চালকদের সতর্ক করে কোনো বোর্ড লাগানো ছিল না। সে কারণে এই দুর্ঘটনা হয়েছে। তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নদী থেকে গাড়িটিও উদ্ধার করা হয়েছে।

এমটিআই

Wordbridge School
Link copied!