• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

নিজেকে নিজেই শেষ করে দিলেন নারী পাইলট তুলি


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ২৮, ২০২৪, ১০:০২ এএম
নিজেকে নিজেই শেষ করে দিলেন নারী পাইলট তুলি

ঢাকা: গলায় ডেটা ক্যাবল পেঁচিয়ে ‘আত্মহত্যা’ করেছেন সৃষ্টি তুলি নামে এয়ার ইন্ডিয়ার এক নারী পাইলট। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার প্রেমিক আদিত্য পণ্ডিতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তুলির পরিবারের অভিযোগ, 'পণ্ডিত প্রায়ই তাকে জনসমক্ষে হয়রানি ও অপমানিত করতো। পাশাপাশি জোর করে নিরামিষ খাওয়াতেন বলেও অভিযোগ করা হয়েছে।'

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মুম্বাইয়ের মারোল এলাকায় কানাকিয়া রেইন ফরেস্ট ভবনের একটি ফ্ল্যাটে বসবাস করতেন সৃষ্টি। সোমবার (২৫ নভেম্বর) ওই ফ্ল্যাট থেকেই তুলির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, উত্তর প্রদেশের বাসিন্দা হলেও পেশাগত কারণে গত বছরের জুন মাস থেকে তুলি মুম্বাইয়ে থাকছিলেন।

জানা গেছে, দুই বছর আগে দিল্লিতে একটি বাণিজ্যিক পাইলট কোর্স চলাকালীন আদিত্য পণ্ডিতের (২৭) সঙ্গে তার পরিচয়। পরে তাদের সম্পর্ক গভীর হয়ে প্রেমে রূপ নেয়। পুলিশ জানিয়েছে, মৃত্যুর আগে তুলি ফোনে আদিত্য পণ্ডিতের সঙ্গে কথা বলেছিলেন। তখন পণ্ডিত গাড়ি চালিয়ে দিল্লি যাচ্ছিলেন। পরে তিনি মুম্বাই ফিরে এসে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে তুলিকে ডেটা ক্যাবলের মাধ্যমে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তবে ঘটনাস্থলে কোনো সুইসাইড নোট পায়নি পুলিশ।

তুলির পরিবারের অভিযোগের ভিত্তিতে আদিত্য পণ্ডিতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১০৮ ধারায় (আত্মহত্যায় প্ররোচনা) মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার পাণ্ডিতকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করলে তাকে চার দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

এম

Wordbridge School
Link copied!