Menu
ঢাকা : বুধবার (২৭ নভেম্বর) ভোর থেকে ইসরায়েল-হিজবুল্লাহর দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হয়েছে লেবাননে। এরই প্রেক্ষিতে যুদ্ধ বিধ্বস্ত দেশটির বিভিন্ন অংশে নিজেদের আশ্রয়ে ধ্বংসস্তূপেই ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুত লোকজন। যদিও এখনই না ফেরার নির্দেশ দিয়ে সতর্কতা জারি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।
যুদ্ধবিরতির পরও লেবাননের দক্ষিণাঞ্চলে কারফিউ জারি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। লিতানি নদীর আশেপাশে লোকজনকে চলাফেরার বিষয়ে সতর্ক করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত সেখানে চলাফেরা নিষিদ্ধ করে রাত্রীকালীন কারফিউ জারি করা হয়। খবর আল জাজিরা।
ইসরায়েলি বাহিনী জানায়, নিয়ম অমান্য করে কারফিউ জারি করা এলাকায় কেউ প্রবেশ করলে বা ঘুরে বেড়ালে তারা ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে।
অন্যদিকে যুদ্ধবিরতি কার্যকরের পর নিজেদের ‘জয়ী’ বলে ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই চুক্তিকে নিজেদের বিজয় বলে উল্লেখ করেছে সশস্ত্র গোষ্ঠীটি।
বুধবার ভোর থেকে লেবাননে ইসরায়েল-হিজবুল্লাহর মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি কার্যকর শুরু হয়েছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আজ বুধবার স্থানীয় সময় ভোর ৪টা থেকে শুরু হয় এ যুদ্ধবিরতি। গতকাল মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এ সময় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেন, ‘হিজবুল্লাহ চুক্তি লঙ্ঘন করলে আমরা তাদের ওপর হামলা চালাব।’
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT