• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩০

উগান্ডায় ভারী বর্ষণ থেকে ভূমিধস, নিহত ৫০


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ২৯, ২০২৪, ১১:৪৫ এএম
উগান্ডায় ভারী বর্ষণ থেকে ভূমিধস, নিহত ৫০

ঢাকা: ভারী বর্ষণে উগান্ডার পূর্বাঞ্চলে ভূমিধসে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও শতাধিক।

শুক্রবার (২৯ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাজধানী থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে বুলামবুলিতে স্থানীয় সময় বুধবার ভূমিধসের ঘটনা ঘটে।

রেড ক্রস সোসাইটি এক বার্তায় জানিয়েছে, ভূমিধসে কমপক্ষে ৪০টি বাড়ি পুরোপুরি মাটি চাপা পড়েছে।

উগান্ডার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র চার্লস ওডংথো বলেন, ‘ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও অনেকে মাটি চাপা পড়ে আছেন। নিখোঁজ রয়েছেন আটটি গ্রামের প্রায় শতাধিক মানুষ।’

ওই দেশের পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত এলাকাটি দুর্গম হওয়ায় উদ্ধার অভিযান পরিচালনায় বেগ পেতে পাচ্ছে।

এসএস

Wordbridge School
Link copied!