Menu
ঢাকা : ভারতের লোকসভার কংগ্রেস দলীয় আইনপ্রণেতা শশী থারুর বলেছেন, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বেশি কথা বলা ঠিক হবে না।
শুক্রবার (২৯ নভেম্বর) ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে তিনি এ কথা বলেন। তার মতে, যা ঘটছে তা অভ্যন্তরীণ বিষয়। একটা সার্বভৌম দেশ নিয়ে যা খুশি বলা যায় না। আমরা উদ্বেগ জানাচ্ছি, কথা বলছি।
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আগামী ১১ ডিসেম্বর বৈঠক ডেকেছে ভারতের সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটি। বর্তমানে এই কমিটির নেতৃত্বে রয়েছেন শশী থারুর।
তিনি বলেন, যদি ভারত সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু বলার থাকে তাহলে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে এসে বললে ভালো হবে। বাংলাদেশে যা ঘটছে আমরা তা নিয়ে উদ্বিগ্ন। সব সংখ্যালঘুর নিজ দেশে গণতান্ত্রিক অধিকার পাওয়া উচিত।
তিনি আরও বলেন, কিন্তু আমাদের এটা নিয়ে বেশি কথা বলা ঠিক হবে না। কারণ বিষয়টি আমাদের দেশের সঙ্গে সংশ্লিষ্ট নয়।
বহিষ্কৃত ইসকন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের ঘটনায় ভারতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। দেশটির অনেকে অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছেন। ভারতের সংসদে পরপর দুদিন অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রবার বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে।
শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সংসদে দেওয়া বিবৃতিতে বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুসহ সকল নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের। অপরদিকে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও সংখ্যালঘুদের নিয়ে শুক্রবার দিল্লিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT