• ঢাকা
  • রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

পাকিস্তানে গোষ্ঠীগত সহিংসতায় নিহত বেড়ে ১২৪


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ৩০, ২০২৪, ০৭:৫৮ পিএম
পাকিস্তানে গোষ্ঠীগত সহিংসতায় নিহত বেড়ে ১২৪

ঢাকা: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের কুররম জেলায় চলমান গোষ্ঠীগত সহিংসতায় আরও দু’জনের মৃত্যু এবং ১০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

এ নিয়ে গত দশ দিনের সংঘর্ষে মোট ১২৪ জন নিহত এবং ১৭৮ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে কুররম জেলা পুলিশ।

এদিকে চলমান সহিংসতায় কুররম অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন। মোবাইল ও ইন্টারনেট সেবা স্থগিত এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

পেশোয়ার-পরাচিনার মহাসড়ক অবরুদ্ধ থাকায় মানুষের দৈনন্দিন জীবন ও বাণিজ্য কার্যক্রম ব্যাহত হচ্ছে। অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠার জন্য স্থানীয় প্রশাসন উভয় পক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কুররমের ডেপুটি কমিশনার জাভেদ উল্লাহ মেহসুদ জানান, আমরা সহিংসতা বন্ধ এবং পরিবহন যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে অগ্রগতি আশা করছি।

এদিকে সহিংসতার কারণে পরাচিনারে আটকা পড়েছেন দুজন বিচারক এবং ২৫ জন বিচার বিভাগীয় কর্মকর্তা। প্রাদেশিক সরকার তাদের উদ্ধারে হেলিকপ্টার ব্যবহারের প্রস্তাব দিলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

কুররম জেলায় গত ২১ নভেম্বর থেকে পরিস্থিতি উত্তপ্ত। সংঘর্ষের সূচনা হয় পুলিশের পাহারায় থাকা দুটি কনভয়ের ওপর হামলার মাধ্যমে। যার ফলে প্রথম দিনেই ৫২ জনের মৃত্যু হয়। এর মধ্যে আগেই একটি দশ দিনের যুদ্ধবিরতি চুক্তি করা হলেও তা আলোর মুখ দেখেনি।

আইএ

Wordbridge School
Link copied!