• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা, ২৪ ঘণ্টায় গাজায় ১০০ নিহত


আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ১, ২০২৪, ০১:০৩ পিএম
ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা, ২৪ ঘণ্টায় গাজায় ১০০ নিহত

ঢাকা : লেবাননে অস্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করলেও ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে বর্বরতা সীমা অতিক্রম করছে দখলদার দেশ ইসরায়েল। ত্রাণের লাইনে দাঁড়িয়ে থাকা ক্ষুধার্ত এবং অসহায় ফিলিস্তিনিদের ওপর অতীতের মত বিমান হামলা চালিয়েছে দেশটি।

দক্ষিণ খান ইউনিসে চালানো এ হামলায় চারজন স্বেচ্ছাসেবীর মৃত্যু হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (৩০ নভেম্বর) দক্ষিণ খান ইউনিসে খাদ্য সহায়তার অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে অন্তত ১২ ফিলিস্তিনি এবং ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ও সেভ দ্য চিলড্রেন-এর চারজন কর্মী নিহত হয়।

অন্যদিকে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ভয়াবহ এক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী । এ হামলায় কমপক্ষে ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে শনিবার ইসরায়েলের হামলায় উপত্যকাটিতে নিহতের সংখ্যা কমপক্ষে ১০০ জনে পৌঁছেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ৪৪ হাজার ৩৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ইসরাইলের এই নৃশংস হামলায় এক লাখ পাঁচ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

অন্যদিকে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করতে হামাসের একটি প্রতিনিধি দল মিশরের কায়রোতে পৌঁছেছে। প্রস্তাবে যুদ্ধবিরতির সময় ২০ থেকে ৩০ দিন হতে পারে। এ সময়ের মধ্যে, ইসরাইল ও হামাস জিম্মি বিনিময় করবে বলে ধারণা করা হচ্ছে।

এমটিআই

Wordbridge School
Link copied!