• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০

সৌদি আরবে রেকর্ড তিন শতাধিক মৃত্যুদণ্ড কার্যকর


আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ৫, ২০২৪, ০৩:৪২ পিএম
সৌদি আরবে রেকর্ড তিন শতাধিক মৃত্যুদণ্ড কার্যকর

ঢাকা : চলতি বছরে সৌদি আরবে রেকর্ড পরিমাণ মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটিতে এ বছরে তিন শতাধিক লোকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সর্বশেষ গত মঙ্গলবার তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

এ নিয়ে দেশটিতে এক বছরে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির বরাতে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যের গণমাধ্যম মিডল ইস্ট আই।

প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার সৌদি কর্তৃপক্ষ মাদক চোরাচালান ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত তিন জনের মৃত্যুদণ্ড কার্যকর করার খবর দেয়। এতে করে চলতি বছরে এ পর্যন্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানুষের সংখ্যা ৩০৩ জনে দাঁড়িয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি বার্তা সংস্থার পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে সাম্প্রতিক সপ্তাহগুলিতে মৃত্যুদণ্ডের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, শুধুমাত্র সেপ্টেম্বরেই ২০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

এদের মধ্যে মাদক সংক্রান্ত অভিযোগে দোষী সাব্যস্ত ১০৩ জন এবং সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে অভিযুক্ত ৪৫ জন সাজাপ্রাপ্ত ব্যক্তি রয়েছে।

২০২২ সালে সৌদি আরব মাদক অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকরের ওপর তিন বছর ধরে স্থগিত থাকা আদেশের অবসান ঘটিয়ে পুনরায় মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

এই স্থগিতাদেশ অবসানের ফলে নারীদের মৃত্যুদণ্ডের প্রবণতাও বেড়েছে বলে ধারণা করা হয়।

সরকারি সৌদি প্রেস এজেন্সির বরাতে বার্লিন-ভিত্তিক ইউরোপীয়-সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ২০২৪ সালে রেকর্ড সংখ্যক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত সাত নারীর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে যার মধ্যে তিনটিই মাদক সংক্রান্ত।

সেপ্টেম্বরে মানবাধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করেছিল, সৌদি কর্তৃপক্ষের মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ইতোমধ্যেই ১৯৬-এ দাঁড়িয়েছে, যা এক দশকের মধ্যে সর্বোচ্চ। সংস্থাটির ২০২৩ সালের তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেকে বিশ্বে সৌদি আরবের অবস্থান তৃতীয়।

এমটিআই

Wordbridge School
Link copied!