• ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০
বাংলাদেশকে মমতা বন্দ্যোপাধ্যায়

আপনারা দখল করতে আসবেন, আমরা কি বসে বসে ললিপপ খাব?


আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ৯, ২০২৪, ০৬:০৬ পিএম
আপনারা দখল করতে আসবেন, আমরা কি বসে বসে ললিপপ খাব?

ঢাকা: বাংলাদেশ-ভারত সম্পর্কের উত্তেজনার মধ্যেই বিধাসভায় হুশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘উনারা বাংলা, বিহার দখল করে নেবে। আপনারা দখল করতে আসবেন আর আমরা বসে বসে ললিপপ খাব?’ 

সম্প্রতি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত চট্টগ্রাম দাবি করলে বাংলা বিহার উড়িষ্যা ফেরত দিতে হবে। এ ছাড়া দুই দেশের ইস্যুতে বিভিন্ন পাল্টা মন্তব্য পাওয়া যাচ্ছে। এ নিয়ে সোমবার কথা বলেন মমতা। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ‘কেউ এখানে আসতে চাইলে আমাদের কোনো আপত্তি নেই। যারা এটা নিয়ে রাজনীতি করছেন, তাদের বলছি, এতে আপনাদের ক্ষতি। আমরা এখানে কোনো দাঙ্গা চাই না। অনেক ফেক ভিডিও এখানে চলছে।পররাষ্ট্র সচিব গিয়েছেন। তাকে বিষয়টি দেখতে দিন। যারা বাংলা-বিহার দখল করতে চায় তাদের বলছি, এত হিম্মত কারও নেই।’

পশ্চিমবঙ্গের মানুষকে সতর্ক করে দিয়ে মুখ্যমন্ত্রী সোমবার বলেন, ‘কেউ কেউ বাংলাদেশ নিয়ে অন্যরকম পরিস্থিতি তৈরি করতে চাইছেন। এ রকম প্ররোচনায় কেউ যেন পা না দেন। আমরা যেন এমন কোনো মন্তব্য না করি, যাতে বাংলার পরিস্থিতি খারাপ হয়ে যায়। বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতির একটা নিদর্শন রয়েছে। তা যেন নষ্ট না হয়। দাঙ্গা চাই না, শান্তি চাই। আমরা সবাইকে নিয়ে থাকতে চাই।’

এ সময় মমতা আরও বলেন, ‘অনেকে ওপার থেকে এপারে আসতে চাইছেন। সীমান্তে তাদের আটকে দিচ্ছে বিএসএফ। অনেকে বলছে ওরা বিহার দখল করে নেবে। যারা দখল করার কথা বলছেন তাদের হিম্মত থাকলে তা করুন। আপনারা দখল করতে আসবেন, আর আমরা বসে বসে ললিপপ খাব?’

এআর

Wordbridge School
Link copied!