ঢাকা: ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণ মারা গেছেন। রোববার (৯ ডিসেম্বর) রাত ২টা ৪৫ মিনিটের দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। খবর এনডিটিভি।
বুধবার (১১ নভেম্বর) তাকে রাষ্ট্রীয় মর্যাদায় মান্ডা জেলায় সমাহিত করা হবে। তার মৃত্যুতে কর্ণাটক সরকার তিনদিনের শোক ঘোষণা করেছেন।
বেঙ্গালুরুকে প্রযুক্তির রাজধানী হিসেবে গড়ে তুলতে বিশাল অবদান ছিল এসএম কৃষ্ণের। ১৯৩২ সালের ১ মে তিনি মান্ডা জেলার সোমানাহারিতে জন্মগ্রহণ করেন। দীর্ঘ সময় ধরে কংগ্রেসের রাজনীতি করলেও শেষ পর্যায় এসে তিনি বিজেপিতে যোগ দেন।
১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন কৃষ্ণ। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত মনমোহন সিংহের দ্বিতীয় ইউপিএ মন্ত্রিসভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
এদিকে কৃষ্ণের মৃত্যুতে শোকপ্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স পোস্টে তিনি বলেন, ‘এসএম কৃষ্ণজির সঙ্গে বহু বার কথা বলার সুযোগ হয়েছে। তার মৃত্যুতে আমি শোকাহত। তার পরিবার এবং অনুরাগীদের আমি সমবেদনা জানাই।’
ভারতের সংবাদ সংস্থা পিটিআই কৃষ্ণের পরিবারের একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, ভোর পৌনে ৩টার দিকে মারা যান এসএম কৃষ্ণ।
এসএস