• ঢাকা
  • শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৫ পৌষ ১৪৩১

রেস্টুরেন্টের ডরমিটরিতে মিললো ১১ ভারতীয়র লাশ


আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ২০, ২০২৪, ১২:৪৩ পিএম
রেস্টুরেন্টের ডরমিটরিতে মিললো ১১ ভারতীয়র লাশ

ঢাকা: ককেশাস পর্বতমালার দক্ষিণের শহর জর্জিয়ার গুদাউরি স্কি করার জন্য বিখ্যাত। সেই রিসোর্টের একটি ইন্ডিয়ান খাবারের রেস্টুরেন্টে কাজ করতেন কিছু ভারতীয়। সেই রিসোর্ট থেকে ১১জন ভারতীর লাশ উদ্ধার করা হয়েছে। সেখান থেকে জর্জিয়ার এক নাগরিকের লাশও পাওয়া যায়। লাশ উদ্ধারের ঘটনায় জর্জিয়ান পুলিশ তদন্ত শুরু করেছে।

জর্জিয়ার সংবাদমাধ্যম জানায়, রাজধানী টিবিলিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাস ইতিমধ্যে বিবৃতি দিয়ে গভীর শোক ব্যক্ত করেছে। 

এতে বলা হয়, টিবিলিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাস গুদাউরিতে ১১জন ভারতীয় নাগরিকের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ। তাদের পরিবারের জন্য রইলো আমাদের গভীর সমবেদনা। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে মিলে আমরা বর্তমানে লাশগুলি দেশে ফেরত পাঠাবার ব্যবস্থা করছি৷ পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে, যাতে তাদের সর্বোচ্চ সহযোগিতা করা যায়।

এদিকে জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, রেস্টুরেন্টের তৃতীয় তলার একটি ডরমিটরিতে লাশও পাওয়া যায়। তাদের দেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না। পাশের আরেকটি ঘরে একটি জেনারেটর চলছিল বলে জানায় পুলিশ। কী কারণে তাদের মৃত্যু হয়েছে পুলিশ এখনো নিশ্চিত করতে না পারলেও, রেস্টুরেন্টের কর্মচারীদের ধারণা- জেনারেটর থেকে বেরোনো কার্বন মনোক্সাইডের ধোঁয়ার কারণেই প্রাণ গেছে তাদের। 

আইএ

Wordbridge School
Link copied!