• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

তুরস্কে বিস্ফোরক তৈরি কারখানায় বিস্ফোরণ, নিহত ১২


আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ২৪, ২০২৪, ০৫:৪৩ পিএম
তুরস্কে বিস্ফোরক তৈরি কারখানায় বিস্ফোরণ, নিহত ১২

ঢাকা: তুরস্কের উত্তরপশ্চিমাঞ্চলে বিস্ফোরক তৈরির কারখানায় শক্তিশালী এক বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও সাত জন আহত হয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা জানান, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে ঘটা বিস্ফোরণের ধাক্কায় পুরো কারখানাটি ধ্বংস হয়ে যায়।

স্থানীয় গভর্নর ইসমাইল উস্তাওগলু বলেছেন, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী বালিকেসির কারেসি জেলায় বিস্ফোরণে কারখানার ১২ জন কর্মী নিহত হয়েছেন। এছাড়া আহত ৭ জনকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণে কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কারখানার আশপাশের এলাকায় জানালার কাচ ও ইটের টুকরা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। এ সময় সেখানে কয়েকটি অ্যাম্বুলেন্সকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

গভর্নর ইসমাইল বলেন, বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।বিস্ফোরণের পর কারখানাটিতে ধরে যাওয়া আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে কারখানার ভেতরে কোনও কর্মী নেই।

তুরস্কের মারমারা অঞ্চলের বলিকেসির শহরের উত্তর দিকে অবস্থিত এই কারখানাটিতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে সরবরাহের জন্য যুদ্ধোপকরণ, বিস্ফোরক ও ফ্লেয়ার তৈরি করা হতো।

গত কয়েক বছরে তুরস্ক প্রতিরক্ষা খাতের এক গুরুত্বপূর্ণ রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। বিশেষভাবে ড্রোন রপ্তানিতে দেশটি বিশ্ব বাজারে শক্ত অবস্থান গড়ে তুলেছে।

এসএস

Wordbridge School
Link copied!