• ঢাকা
  • রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৯ চৈত্র ১৪৩০

১০০ বছর বয়সে মারা গেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার


আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ৩০, ২০২৪, ১১:২৪ এএম
১০০ বছর বয়সে মারা গেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার

ঢাকা: সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং শান্তিতে নোবেল জয়ী জিমি কার্টার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। তিনি জর্জিয়ার একটি প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন। ১৯৭৭ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত তিনি দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের ফাউন্ডেশনের পক্ষ থেকে এক ঘোষণায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসি, এএফপি।

স্থানীয় সময় রোববার বিকেলে জর্জিয়ার প্লেইন্সে নিজ বাড়িতে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। তার ছেলে তাকে একজন বীর বলে আখ্যায়িত করে বলেন, তিনি শুধু আমার কাছে নয়, শান্তি, মানবাধিকার এবং নিঃস্বার্থ প্রেমে বিশ্বাসী সকলের কাছেই তিনি একজন বীর।

এদিকে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জিমি কার্টারকে একজন নীতিবান, বিশ্বাসী ও নম্র মানুষ হিসাবে উল্লেখ করেছেন। অপরদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকার মানুষ জিমি কার্টারের কাছে ঋনী।

আরেক সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেছেন, জিমি কার্টার অন্যদের সেবায় জীবন উৎসর্গ করেছেন। জিমি কার্টার দেশটির ৩৯তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। মার্কিন ইতিহাসে তিনি সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট ছিলেন।

এম

Wordbridge School
Link copied!